আকবরদের লড়াকু মানসিকতায় মুগ্ধ বিসিবি

ছবি: ছবিঃ আইসিসি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ভারতের বিপক্ষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন বাংলাদেশ যুব দলের ক্রিকেটাররা। তাদের এই লড়াকু মনোভাবের প্রশংসা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
বিসিবির এই কর্মকর্তা মনে করেন ক্রিকেটারদের মধ্যে স্কিল এবং ট্যাকনিক থাকলেও জেদটা অনেক সময়ই থাকে না। কিন্তু বাংলাদেশ যুব দলের ক্রিকেটারদের মধ্যে তিনি সেটা দেখেছেন। আকবর আলীর দলের দাপট দেখিয়ে জেতার প্রশংসা করেছেন জালাল ইউনুস।

তিনি বলেছেন, 'যেভাবে দাপটে জিতেছে দুর্দান্ত। বডি ল্যাঙ্গুয়েজে বলছিলো তাদের মধ্যে একটা জেদ কাজ করছিলো। জেদটার জন্য এটাও একটা ফ্যাক্টর ছিল। স্কিল থাকতে পারে, ট্যাকনিক থাকতে পারে। কিন্তু প্লেয়ারের মাঝে জেদ, তাদের মধ্যে আমরা একটা ফাইটিং স্পিরিট দেখেছি এটা এক কথায় দুর্দান্ত।'
বিশ্বকাপের আগে ত্রিশটিরও বেশি যুব ওয়ানডে খেলেছে আকবর-মাহমুদুলরা। অনেক ম্যাচ খেলার কারণে বাংলাদেশ যুব দল অনেক পরিণত হয়েছে বলে মনে করেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান। বিশ্বকাপের আগে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের অভিজ্ঞতা বিশ্বকাপ জিততে সাহায্য করেছে বলে মনে করেন তিনি।
জালাল ইউনুস বলেছেন, 'তারা বাইরে গিয়ে অনেক টুর্নামেন্ট খেলেছে দেশে খেলেছে। অনেক ম্যাচ খেলাতে তাদের মধ্যে এই ম্যাচুরিটিটা এসেছে। তারা অনেক প্রতিপক্ষ দেখেছে ভারত, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়াকে। গত বছর বা এর আগের বছর আমরা ইংল্যান্ডে একটি সিরিজ জিতে এসেছি। নিউজিল্যান্ডে আমরা ৪-০ ব্যবধানে জিতেছি বোধহয়। এতগুল অর্জনের ফল কিন্তু এই বিশ্বকাপ।'