promotional_ad

বোনের মৃত্যুও টলাতে পারেনি আকবরকে

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে অপরাজিত দল হিসেবে শিরোপা জিতেছে বাংলাদেশ। যার নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেটের সবচাইতে বড় এই সাফল্য এসেছে তিনি হলেন আকবর আলী।


ভারতের বিপক্ষে ফাইনালে সামনে থেকে নেতৃত্ব দেয়ার আদর্শ উদাহরণ সৃষ্টি করেছেন ১৮ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। প্রিয়াম গার্গদের দেয়া ১৭৮ রানের লক্ষ্যে খেলতে নামার পর যখন লেগ স্পিনার রবি বিষ্ণইয়ের বোলিং ঘূর্ণিতে থরহরি কম্পমান অবস্থা বাংলাদেশ যুবাদের, তখনই ব্যাট হাতে ঢাল হয়ে দাঁড়ান আকবর।



promotional_ad

১০২ রানের মাথায় ৬ উইকেট হারিয়ে ফেলা দলটিকে শুধু আশার আলোই যোগাননি, বরং চ্যাম্পিয়নের বেশে মাঠও ছেড়েছেন। শেষের দিকে টেল এন্ডার রকিবুল হাসানকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেন আকবর।  


অথচ পরম আনন্দের এই দিনে চাপা একটি কষ্ট যে পুষে রেখেছিলেন অধিনায়ক আকবর সেটি হয়তো অনেকেই জানতেন না।  বিশ্বকাপ চলাকালীন সন্তান প্রসব করতে গিয়ে মৃত্যু হয় আকবরের বড় বোনের। 


এরপরেও দেশ এবং দলের স্বার্থে খেলা ঠিকই চালিয়ে গেছেন তিনি। আকবরের বড় বোনের মৃত্যুর বিষয়টি দক্ষিণ আফ্রিকা থেকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা। 



শোককে শক্তিতে পরিণত করার উত্তম একটি দৃষ্টান্ত এর মাধ্যমেই রেখে গেলেন আকবর। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার এই আনন্দের মুহূর্তটি বড় বোন দেখে যেতে পারলেন না, এই কষ্ট নিয়েই দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফিরতে হবে আকবরকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball