এখন আমরা বিশ্ব চ্যাম্পিয়নঃ ইমন

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে বৃষ্টি আইনে ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের এই শিরোপা জয়ে অনেক বড় অবদান রেখেছেন ওপেনার পারভেজ হোসেন ইমন।
ম্যাচ শেষে ইমন বলেন, 'এটা দারুণ একটি অভিজ্ঞতা ছিল। এখন আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। আমি খুবই আনন্দিত। লক্ষ্য তাড়া করা খুব কঠিন ছিল। আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না।'

ম্যাচটিতে ওপেন করতে নেমে ৭৯ বলে ৪৭ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন ইমন। শুরুর দিকে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়লেও পরে দলের প্রয়োজনে আবারো মাঠে নামেন তিনি।
ইমন অবশ্য দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পারেননি। গুরুদায়িত্ব পালন করেছেন অধিনায়ক আকবর আলী। ৭৭ বলে ৪৩* রান করে দলকে শিরোপা জেতান তিনি।
এর আগে বোলারদের অসাধারণ বোলিং পারফরম্যান্সে ভারতকে ১৭৭ রানে অলআউট করে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে তিনটি উইকেট নিয়েছেন অভিষেক দাস। দুটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।