আকবররা আমার স্বপ্ন পূরণ করেছেঃ স্টনিয়ার

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ যুব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ায় স্বপ্ন পূরণ হয়েছে দলটির স্ট্রেন্থ এবং কন্ডিশনিং কোচ রিচার্ড স্টনিয়ারের। ভারতকে হারিয়ে আকবর আলীরা শিরোপা জেতায় রীতিমতো অশ্রুসিক্ত হয়ে পড়েন এই কোচ।
ম্যাচ শেষে তিনি বলেন, 'ছেলেরা আমার সঙ্গে পারিবারিক সম্পর্ক গড়ে তুলেছে। এই জয়ে কৃতিত্ব ছেলেদের। যারা শেষ ১২ মাসে অজস্র পরিশ্রম করেছে। এটা তাদের প্রাপ্য। আমরা শুধু দুইটা বিষয়ে ফোকাস করেছি।

কীভাবে দৃঢ় মনোবল আনা যায়। ছেলেদের সামর্থ্য কতখানি সেটা বোঝা। তাঁরা যদি এর ৫০ ভাগও পায় তাহলে সেটাও যথেষ্ট। আকবররা আমার স্বপ্ন পূরণ করেছে।'
বিশ্বকাপ জয়ের অনেক আগে থেকেই প্রস্তুতি শুরু করেছিল আকবরবাহিনী। মানসিকভাবে শক্ত হওয়ার পাশাপাশি শারীরিক সক্ষমতায়ও সবাইকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টায় ছিল তাঁরা।
কয়েকদিন আগে স্টনিয়ার বলেছিলেন, 'তারা আরও শুকিয়ে যাচ্ছে এবং তাদের গতি বেড়ে যাচ্ছে। বিশ্বমানের ক্রিকেটাররা ফিটনেসের দিক থেকে যেমন হয় তারা ওই মানের হয়ে যাচ্ছে।
তারা অনুশীলনও করছে, একইসঙ্গে পুনর্বাসন করারও চেষ্টা করছে। এটা একটি অসাধারণ পরিবর্তন।'