আমাদের স্বপ্ন সত্যি হয়েছেঃ আকবর

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
পচেফস্ট্রুমে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে চারবারের চ্যাম্পিয়ন ভারতকে বৃষ্টি আইনে ৩ উইকেটে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। যেকোনো ক্রীড়া আসর মিলিয়ে এবারই বাংলাদেশের প্রথম কোনো বিশ্ব আসরে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছে।
জয়ের নায়ক বাংলাদেশ যুব দলের অধিনায়ক আকবর আলী। তাঁর ৭৭ বলে ৪৩ রানের ক্যাপ্টেন্স নকে ৭ উইকেট হারিয়ে ফেললেও জয়ের বন্দরে পৌছেছে বাংলাদেশ। ম্যাচ শেষে আকবর জানিয়েছেন, তাদের স্বপ্ন সত্যি হয়েছে।

এ প্রসঙ্গে আকবর বলেছেন, 'আমাদের স্বপ্ন সত্যি হয়েছে। সর্বশেষ দের-দুই বছরের কষ্ট সার্থক হয়েছে। আমাদের দলের কোচ, সাপোর্টিং স্টাফ এবং নির্বাচকরা আমাদের যে সাপোর্ট দিয়েছেন মাঠে এবং মাঠের বাইরে, তাদের ধন্যবাদ দেয়ার ভাষা নেই।'
শিরোপা জয়ের পর প্রতিপক্ষ ভারতকে প্রশংসায় ভাসিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলার জন্য তাদের বাহবা দিয়েছেন তিনি। এ ছাড়া নিজ দলের কোচ এবং স্টাফদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
আকবরের ভাষ্যমতে, 'আমি ভারতীয় দলকেও অভিনন্দন জানাতে চাই। তাঁরা এই টুর্নামেন্টে দুর্দান্ত খেলেছে। আমাদের কোচ, এসিস্টেন্ট কোচ, ট্রেনার, এনালিস্ট এবং নির্বাচকদের ধন্যবাদ দিতে চাই। তাঁরা অনেক সাহায্য করেছেন।'