কথা রাখলেন আকবর

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দলের সবার বিশ্বাস আমরা বিশ্বকাপ জিতবো... ক্রিকফ্রেঞ্জিকে এই কথা বলেই যুব বিশ্বকাপের বিমান ধরেছিলেন আকবর আলী। সেই কথা রেখেছে বাংলাদেশের যুবারা। বিশ্বমঞ্চের ফাইনালে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছে বাংলাদেশ।
এবারের বিশ্বকাপে দল হিসেবে পারফর্ম করেছে বাংলাদেশ। ফাইনালেও ছিল একই চিত্র। বোলিংয়ে দারুণ করার ব্যাটিংয়েও সেরাটা দেয়ার চেষ্টা করেছেন সবাই। তবে দায়িত্বশীল ইনিংস খেলে সবার নজর কেড়েছেন অধিনায়ক আকবর।

রান তাড়া করার ক্ষেত্রে ডানহাতি এই ব্যাটসম্যানের গড় নব্বইয়ের ওপর। ফাইনালেও একই চিত্র দেখা গেছে। আকবরের অপরাজিত ৪৩ রানের ওপর ভর করে জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।
দেশ ছাড়ার আগে আকবর বলেছিলেন, `শুধু আমি একা না, দলের সব খেলোয়াড় বিশ্বাস করে যে আমরা শিরোপা জিততে পারব। আর সেখানে শিরোপা জেতার জন্যই যাব আমরা।'
`তারপরও আমাদের ফোকাস থাকবে ম্যাচ বাই ম্যাচ ভালো খেলা। সবার আগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে চাই। এরপর সামনের দিক নিয়ে চিন্তা করতে চাই। পুরো দলের ভাবনাই এমন।' আরও যোগ করেন আকবর।