promotional_ad

নাসিমের হ্যাটট্রিকে শেষ বিকেলে এলোমেলো বাংলাদেশ

ছবিঃ পিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানের চেয়ে ২১২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে নাসিম শাহর হ্যাটট্রিকে ইনিংস হারের শঙ্কায় পড়েছে বাংলাদেশ। ৬ উইকেট হারিয়ে ১২৬ রান করে দিন শেষ করেছে মুমিনুল হকের দল।


দ্বিতীয় ইনিংসে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। অভিষিক্ত সাইফ হাসানকে ফিরিয়ে বাংলাদেশের ওপেনিং জুটি ভাঙেন নাসিম। কভার ড্রাইভে রানের খাতা খোলা সাইফ ফিরেন মাত্র ১৬ রান করে।


চা বিরতির পর তৃতীয় ওভারে আউট হয়ে যান অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। ইয়াসির শাহর বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যাওয়ার আগে তামিমের ব্যাট থেকে আসে ৫৬ বলে ৩৪ রান।


শুরুর ধাক্কা সামলে বাংলাদেশের রান বাড়িয়েছেন নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হক। দুই বাঁহাতি ব্যাটসম্যান তৃতীয় উইকেটে গড়েছেন ৭১ রানের জুটি। দারুণ ব্যাটিংয়ে এই দুজন দিন শেষ করার ইঙ্গিত দিয়েছিলেন।


যদিও ৪১তম ওভারে এসে বাংলাদেশের সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছেন নাসিম। পাকিস্তানের এই স্পিনার তুলে নিয়েছেন দারুণ এক হ্যাটট্রিক। একে একে ফিরিয়েছেন নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম এবং মাহমুদউল্লাহ রিয়াদকে।



promotional_ad

৪১তম ওভারের চতুর্থ বলে নাজমুল হোসেন শান্তকে ব্যক্তিগত ৩৮ রানে এলবিডব্লিউ করে ফেরান নাসিম। প্রথমে আউট দেননি ফিল্ড আম্পায়ার। পরের রিভিউ নিলে আউট দেন থার্ড আম্পায়ার।


পরের বলে দারুণ এক ইয়র্কারে এলবিডব্লিউ হয়ে ফেরেন তাইজুল। আর শেষ বলে মাহমুদউল্লাহ রিয়াদ হয়ে যান নাইটওয়াচম্যান তাইজুল ইসলাম। ওভারের শেষ বলে অফ স্টাম্পের অনেকটা বাইরের বলে খোঁচা মেরে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন মাহমুদউল্লাহ।


এরপর ৪৫তম ওভারে মোহাম্মদ মিঠুনকে বোল্ড করে আউট করেন ইয়াসির শাহ। এর ফলে অল আউটের শঙ্কায় পড়ে বাংলাদেশ। যদিও বাংলাদেশের ভরসা হয়ে ৩৭ রান করে টিকে আছেন মুমিনুল। কোনো রান না করে তাঁর সঙ্গী লিটন দাস।


সংক্ষিপ্ত স্কোর:


বাংলাদেশ প্রথম ইনিংসঃ ২৩৩/১০ (৮২.৫ ওভার) 


(মিঠুন ৬৩, শান্ত ৪৪, লিটন ৩৩; আফ্রিদি ৪/৫৩, আব্বাস ২/১৯)



পাকিস্তান প্রথম ইনিংসঃ ৪৪৫/১০ (১২২.৫ ওভার)


(বাবর ১৪৩, শান ১০০, হারিস ৭৫,, শফিক ৬৫; রাহি ৩/৮৬, রুবেল ৩.১১৩)


বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ৪৫ ওভারে ১২৬/৬  


(তামিম ৩৪, সাইফ ১৬, শান্ত ৩৮, মুমিনুল ৩৭*, লিটন ০*; নাসিম ৪/২৬)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball