promotional_ad

নতুন বলে সাফল্যের রহস্য জানালেন শরিফুল

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


যুব বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে নতুন বলে অসাধারণ বোলিং করেছে বাংলাদেশের যুবারা। যার ফল পুরো ইনিংসেই পেয়েছে আকবর আলীর দল। ম্যাচ শেষে পেসার শরিফুল ইসলাম জানান, প্রতিনিয়ত অনুশীলনই নতুন বলে অসাধারণ পারফরম্যান্সের মন্ত্র। ক্রমাগত একই জায়গায় বোলিং করেই সাফল্যের দেখা পেয়েছেন বোলাররা।


শরিফুল বলেন, 'নতুন বলে বোলিং করে অনেক ভালো লেগেছে। আমরা নতুন বলে অনেক অনুশীলন করি। এক জায়গায় বোলিং করেছি বলেই সফল আজকে।'



promotional_ad

শরিফুল, তানজিম হাসান সাকিব ও অভিষেক দাসের ত্রিমুখী আক্রমণে প্রথম দশ ওভারে সুবিধাই করতে পারেনি ভারত। এই সময়ে দলটি মাত্র এক উইকেটে ২৩ রান তুলতে পেরেছে।


বাংলাদেশের বোলার সাকিব প্রথম তিন ওভারে মাত্র একটি ওয়াইড দেন। এরমধ্যে টানা ১৭টি ডট বল দেন তিনি। ক্ষুরধার আক্রমণ চালিয়ে গেছেন বাকি দুজনও।


শুরুর ভাগেই চাপে পড়া ভারতের উইকেট আদায় করে বাংলাদেশ। ওপেনার দিবিনাশ সাক্সেনার উইকেট আদায় করে নেন অভিষেক। ১৭ বলে দুই রান করে মাহমুদুল হাসান জয়কে ক্যাচ দিয়ে ফেরেন সাক্সেনা।



প্রথম দশ ওভারের পরও দাপুটে বোলিং অব্যাহত রাখে বাংলাদেশ। এরই সুফল নেন দেন পেসার শরিফুল। শুরু থেকেই দেখেশুনে খেলা জয়সাওয়ালকে তানজিদ হাসানের ক্যাচ বানিয়ে ফেরান তিনি। ১২১ বলে ৮৮ রান করেন জয়সাওয়াল।


এরপরের বলেই সিদেশ বীরকে লেগ বিফোর উইকেটের মাধ্যমে ফেরান শরিফুল। জয়সাওয়ালকে হারিয়ে আরও ক্ষুরধারে পরিণত হয় বাংলাদেশের বোলিং। শেষের ব্যাটসম্যানরা সুবিধা করতে না পারায় ১৭৭ রানেই অলআউট হয় ভারত।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball