গুরুকে কৃতিত্ব দিলেন শরিফুল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
যুব বিশ্বকাপের ফাইনালে ভারতকে ১৭৭ রানে আটকে দিয়েছে বাংলাদেশ। দুর্দান্ত বোলিং এবং ফিল্ডিংয়ে এদিন প্রতিপক্ষ ব্যাটসম্যানদের চাপে রেখেছিল আকবরবাহিনী। ফিল্ডিং দিয়ে ১৫-২০ রানের মতো বাচিয়েছে তৌহিদ হৃদয়-মাহমুদুল হাসান জয়রা।
বিশ্ব আসরের ফাইনালে ১০ ওভার বোলিং করে ৩১ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম। ইনিংস ব্রেকে আলাপকালে দুর্দান্ত ফিল্ডিংয়ের পেছনে থাকা কারিগরকে কৃতিত্ব দিয়েছেন এই পেসার।

জানিয়েছেন, ফিল্ডিং কোচ ফয়সাল হোসেন ডিকেন্সের কারণে সফল যুবারা। বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার লম্বা সময় ধরে তরুণদের নিয়ে কাজ করেছেন। আর ডিকেন্সের সঙ্গে কাজ করতে উপভোগ করেন তারা।
শুধু ফিল্ডিং নয়, এই ম্যাচে এখন পর্যন্ত সব পরিকল্পনায় সফল হয়েছে বাংলাদেশ। শরিফুল বলেন, `ফিল্ডিং খুব ভালো ছিল। আসলে আমাদের ডিকেন্স স্যার দুই বছর ধরে আমাদের নিয়ে অনেক কাজ করেছেন। তাঁর সঙ্গে কাজ করাটা অনেক উপভোগ করছি আমরা। শুধু ফিলিং না আজকে সব কিছুতেই এখন পর্যন্ত সফল আমরা।'
ফাইনালে এমন পারফরম্যান্সের জন্য দর্শকদেরকেও কৃতিত্ব দিয়েছেন শরিফুল। জানিয়েছেন, দর্শকদের উৎসাহ উপভোগ করেছে পুরো দল। কারণেই আরও ভালো বোলিং-ফিল্ডিং হয়েছে।
শরিফুল বলেন, `আমাদের দর্শকরা অনেক উৎসাহ দিয়েছে। খুব উপভোগ করেছি। যখন তারা বাংলাদেশ বাংলাদেশ করে চিল্লিয়েছে আমরা অনেক এনার্জি পেয়েছি। এগুলোই ম্যাচে কাজে এসেছে।'
২০১৮ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ যুব দলের ফিল্ডিং কোচের দায়িত্ব কাঁধে নেন ফয়সাল হোসেন ডিকেন্স। বাংলাদেশের জার্সিতে মাত্র একটি টেস্ট এবং ৬টি ওয়ানডে খেলেছেন তিনি। এছাড়া ঘরোয়া।ক্রিকেটের নিয়মিত পারফর্মার ছিলেন এই ক্রিকেটার।