মাহমুদউল্লাহ-মমিনুলদের ছাপিয়ে আকবর-জয়দের গল্প

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রাওয়ালপিন্ডি থেকে পচেফস্ট্রুমের দূরত্ব প্রায় ১৪ হাজার কিলোমিটার। দুই জায়গাতেই লড়ছে বাংলাদেশ। পাকিস্তানে সিনিয়ররা, দক্ষিণ আফ্রিকায় জুনিয়ররা। কিন্তু রবিবার সিনিয়রদের ছাড়িয়ে সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন যুবারা।
ভারতের বিপক্ষে যুব বিশ্বকাপের ফাইনালে লড়ছে বাংলাদেশের যুবারা। এবারই প্রথম আইসিসির কোনো টুর্নামেন্টের ফাইনাল খেলার গৌরব অর্জন করেছে বাংলাদেশ। তাই জাতীয় দলের খেলা রেখে ছোটদের ম্যাচেই চোখ ক্রিকেট প্রেমীদের।

পাড়া-মহল্লা থেকে শুরু করে চায়ের দোকান, চলন্ত বাস কিংবা স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের পর্যন্ত চলছে আকবর আলীদের নিয়ে আলোচনা। কারণ বড়দের আগে যে ছোটোরাই বাংলাদেশকে স্বপ্ন দেখাচ্ছে বিশ্বমঞ্চে সেরা হয়ে ওঠার।
সাম্প্রতই সময়ে বাংলাদেশের জাতীয় দল ক্রিকেটে বড় কিছু করতে পারেনি। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বাজে পারফর্মেন্সের পর পাকিস্তানের বিপক্ষে টেস্টেও ধুকছেন মাহমুদউল্লাহ-মমিনুলরা।
গেল বছর আফগানিস্তানের বিপক্ষে টেস্টে হার, শ্রীলংকার মাটিতে ব্যর্থতা এবং বিশ্বকাপে শেষ চারে যেতে না পারা। এসবই বলে দিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ জাতীয় দলের বর্তমান অবস্থা।
এই কারণেই হয়তো জাতীয় দলের টেস্ট চলাকালীন যুবাদের বিশ্বকাপ নিয়ে সবার মধ্যে এতো আগ্রহ। এখন দেখার বিষয় মাঠের লড়াইয়ে দেশকে শেষ পর্যন্ত হাসাতে পারেন কিনা আকবর-মাহমুদুল হাসান জয়রা।