রাহিকে আইসিসির শাস্তি

ছবি: ছবিঃ পিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
রাওয়ালপিন্ডি টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশের অন্যতম সফল বোলার আবু জায়েদ রাহি। পাকিস্তানের বিপক্ষে তিনি ৮৬ রান খরচায় পেয়েছেন ৩টি উইকেট। এমন বোলিং করেও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) শাস্তির মুখে পড়েছেন এই পেসার।
জরিমানা না করলেও তাঁকে আনুষ্ঠানিক ভাবে সতর্ক করে দেয়া হয়েছে। ঘটনাটি পাকিস্তানের ইনিংসের ২৩ তম ওভারের। পাকিস্তানের অধিনায়ক আজহার আলিকে আউট করে তার খুব কাছে গিয়ে উদযাপন করেন বাংলাদেশের এই পেসার।

এমন আগ্রাসী উদযাপন করেই শাস্তির মুখে পড়েছেন রাহি। দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের এই পেসার শাস্তি মেনে নিলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। আইসিসির কোড অফ কন্ডাক্টের অনুচ্ছেদ নম্বর ২.৫ ভেঙেছেন তিনি।
আইসিসির আইনে বলা আছে, কোনো আন্তর্জাতিক ম্যাচে আউট করার পর আগ্রাসী মনোভাব প্রকাশ করা যাবে না। এমনকি বাজে ভাষাও ব্যবহার করা যাবে না। রাহি এই আইনই অমান্য করেছেন।
রাহিকে সতর্ক করে দেয়ার সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে আইসিসি। আগামী ২৪ মাসের মধ্যে মোট ৪টি ডিমেরিট পয়েন্ট পেলে একটি টেস্ট, দুইটি ওয়ানডে অথবা ২টি টি-টোয়েন্টিতে নিষিদ্ধ থাকতে হবে তাঁকে।
রাহির অপরাধটি আইসিসির আইনের লেভেল ১ এর। এই অপরাধের সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক সতর্কতা। আর সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফি'র ৫০ শতাংশ জরিমানা।