পাকিস্তানের ২১২ রানের লিড

ছবি: ছবিঃ পিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
রাওয়ালপিণ্ডি টেস্টে বাংলাদেশের করা ২৩৩ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৪৪৫ রানে অল আউট হয়েছে পাকিস্তান। তাঁরা লিড পেয়েছে ২১২ রানের। জবাবে ব্যাট দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ।
তৃতীয় দিনের সকালটি ছিল বাংলাদেশের বোলারদের। দিনের শুরুতেই আগের দিনের অপরাকজিত ব্যাটসম্যান বাবর আজমকে বিদায় করেন আবু জায়েদ রাহি। বাবরের ব্যাট থেকে আসে ১৯৩ বলে ১৪৩ রান।
আর তাতেই চতুর্থ উইকেটে বাবর-শফিকের ১৩৭ রানের জুটি ভাঙে। ব্যক্তিগত ৬৫ রানে আউট হন আসাদ শফিক। তাঁকে লিটন দাসের ক্যাচ বানিয়েছেন এবাদত হোসেন।

নিচের সারির ব্যাটসম্যানরা খুব বেশি সঙ্গ দিতে না পারলেও এক প্রান্ত আগলে রেখে ১০৩ বলে ৭৫ রানের ইনিংস খেলেন হারিস সোহেল। তাঁকে ফিরিয়েছেন তাইজুল ইসলাম।
বাংলাদেশের হয়ে রুবেল হোসেন ১১৩ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ৮৬ রানে ৩টি উইকেট নিয়েছেন আবু জায়েদ রাহি। দুটি করে উইকেট নিয়েছেন তাইজুল এবং এবাদত।।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ প্রথম ইনিংসঃ ২৩৩/১০ (৮২.৫ ওভার)
(মিঠুন ৬৩, শান্ত ৪৪, লিটন ৩৩; আফ্রিদি ৪/৫৩, আব্বাস ২/১৯)
পাকিস্তান প্রথম ইনিংসঃ ৪৪৫/১০ (১২২.৫ ওভার)
(বাবর ১৪৩, শান ১০০, হারিস ৭৫,, শফিক ৬৫; রাহি ৩/৮৬, রুবেল ৩.১১৩)