promotional_ad

শিরোপা হাতছাড়া করতে চায় না বাংলাদেশের যুবারা

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


পচেফস্ট্রুমে রোববার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে বাংলাদেশের শিরোপা জয়ের স্বপ্ন পূরণ হবে কিনা সেটা সময়ই বলে দেবে।


হাইভোল্টেজ এই ম্যাচের আগে বাংলাদেশের যুবাদের মনে আত্মবিশ্বাসের বাতাস বইছে। যুব দলের অধিনায়ক আকবল আলী জানিয়েছেন, এটাকে তারা সাধারণ ম্যাচ হিসেবেই নিচ্ছেন। তাঁরা ভারতকে হারিয়ে শিরোপা নিয়েই ঘরে ফিরতে চান।



promotional_ad

এ প্রসঙ্গে আকবর বলেছেন, 'আমরা এটাকে সাধারণ খেলা হিসেবেই নিচ্ছি। আমার মনে হয় ছেলেরা ফাইনাল ম্যাচটি খেলতে মুখিয়ে আছে। এটা আমদের জন্য বড় একটি সুযোগ ট্রফি নিয়ে দেশে ফেরার। আশা করি আমরা তাদের হারাতে পারবো।'


যুব বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েই ইতিহাস গড়ে ফেলেছে বাংলাদেশ। এর আগে বাংলাদেশের কোনো দলই আইসিসির কোনো টুর্নামেন্টের ফাইনালে খেলতে পারেনি। সেটা করে দেখিয়েছে আকবরের দল।


বাংলাদেশ যুব দলের ব্যাটসম্যান শাহাদাত হোসেন জানিয়েছেন, তাঁরা ফাইনালের জন্য সবদিক দিয়েই প্রস্তুত আছেন। ফাইনাল বলেই বাড়তি চাপ নিচ্ছে না তাঁরা। তাই চাপ মুক্ত থেকেই মাঠে নামতে চায় বাংলাদেশের যুবারা।



শাহাদাত বলেছেন, 'আমরা সবদিক দিয়ে প্রস্তুত আছি। ফাইনাল খেলা কালকে এতো বেশি চাপ নেওয়ার চিন্তা নাই। সাধারণ একটা খেলার মতই খেলবো। ইনশাল্লাহ আমরা ভালো প্রস্তুত আছি। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball