promotional_ad

বৃষ্টি শঙ্কায় বাংলাদেশ-ভারত ফাইনাল

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। স্বপ্নের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ এই বিশ্ব আসরের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হওয়ার কথা রয়েছে ম্যাচটি।


হাইভোল্টেজ এই ম্যাচে বৃষ্টির শঙ্কা তৈরি হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকেই বৃষ্টি হচ্ছে পচেফস্ট্রুমে। বাংলাদেশ যুব দল অবশ্য বৃষ্টি উপেক্ষা করে ইনডোরে অনুশীলন করেছে এদিন।



promotional_ad

বাংলাদেশ যুব দলের ম্যানেজার কায়সার আহমেদ ক্রিকফ্রেঞ্জিকে জানিয়েছেন, তারা ম্যাচটি নিয়ে আশাবাদী। তবে বৃষ্টি বাগড়া দিলেও রিজার্ভ ডে থাকায় স্বস্তিতে আছেন তারা। বৃষ্টির কারণে রবিবারের খেলা পরিত্যক্ত হলে আগামী ১০ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ম্যাচটি।


এ প্রসঙ্গে বাংলাদেশ যুব দলের এই ম্যানেজার বলেছেন, 'কালকেও বৃষ্টির শঙ্কা আছে। এখানকার মাঠের অবস্থা বেশ ভালো। আশা করি খেলা হবে। নাহলে রিজার্ভ ডে আছেই।'


শেষ আটে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি প্রোটিয়ারা। ১০৪ রানের বড় জয় নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে বাংলাদেশ।



সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের বড় জয়ে প্রথমবারের মতো ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। এবার ভারতের বিপক্ষে ফাইনালে জিততে পারলেই ইতিহাস গড়বে বাংলাদেশের যুবারা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball