ভারতকে উড়িয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ২২ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ২৭৩ রান করেছিল কিউইরা। জবাবে ভারত অল আউট হয়ে যায় ২৫১ রানে।
মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। দলীয় ২১ রানে সাজঘরে ফেরেন মায়াঙ্ক আগারওয়াল (৩)। রোহিত শর্মার বদলে সুযোগ পাওয়া পৃথ্বী শ ভালো শুরু পেয়েও ইনিংস বড় করতে পারেননি।
তাঁর ব্যাট থেকে আসে ১৯ বলে ২৪ রানের ইনিংস। দলের প্রয়োজনের হাল ধরতে পারেননি অধিনায়ক বিরাট কোহলিও। তাঁর ব্যাট থেকে আসে ১৫ রান। লোকেশ রাহুল (৪) এবং কেদার যাদব দ্রুত ফিরলে বিপর্যয়ে পড়ে ভারত।

১৮ রানের ইনিংস খেলেন শার্দূল ঠাকুর। অষ্টম উইকেটে নবদীপ সাইনিকে নিয়ে ৭৬ রানের জুটি গড়ে ভারতকে জয়ের অনেক কাছে নিয়ে যান রবীন্দ্র জাদেজা। তবে সাইনি ৪৫ এবং জাদেজা ৫৫ রান করে ফিরলে জয় পাওয়া হয়নি ভারতের।
কিউইদের হয়ে বল হাতে ২টি করে উইকেট পেয়েছেন হামিশ বেনেট, টিম সাউদি, কাইল জেমিসন এবং কলিন ডি গ্র্যান্ডহোম। ১ উইকেট গেছে নিশামের ঝুলিতে।
এর আগে মার্টিন গাপটিল ও রস টেইলরের দুর্দান্ত দুটি ইনিংসে ভর করে লড়াইয়ের সংগ্রহ পায় নিউজিল্যান্ড। ভারতের হয়ে যুবেন্দ্র চাহাল একাই নেন ৩ উইকেট। ২টি উইকেট পেয়েছেন শার্দুল ঠাকুর। একটি উইকেট নিয়েছেন রবীন্দ্র জাদেজা।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ২৭৩/৮ (গাপটিল ৭৯, নিকোলস ৪১, টেইলর ৭৩*, জেমিসন ২৫*; শার্দুল ২/৬০, বুচাহাল ৩/৫৮)
ভারত: ৪৮.৩ ওভারে ২৫১ (পৃথ্বী ২৪, শ্রেয়াস ৫২, জাদেজা ৫৫, সাইনি ৪৫; বেনেট ২/৫৮, সাউদি ২/৪১)
ফল: নিউজিল্যান্ড ২২ রানে জয়ী