বাংলাদেশ এখনও সেফ জোনে

ছবি: ছবিঃ পিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিন ২৩৩ রানে অল আউট হয়েছে বাংলাদেশ। টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। দলীয় ৯৫ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে দ্রুত গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়েছিল টাইগাররা।
শুরুর বিপর্যয়ের সঙ্গে বাংলাদেশের এই স্কোরের তুলনা করলে বেশ ভালোই মনে হবে। বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত মনে করেন, বাংলাদেশ এখনও সেফ জোনে আছে। দ্বিতীয় দিনের শুরুতে পাকিস্তানের বেশ কিছু উইকেট তুলে নিতে পারলে বাংলাদেশের জন্য ভালো হবে বলে ধারণা তাঁর।

এ প্রসঙ্গে শান্ত বলেছেন, 'আমি বিশ্বাস করি বাংলাদেশ এখনও সেফ জোনে আছে। কারণ আমরা যদি ভালো জায়গায় বোলিং করতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে। দেখেন পাকিস্তান সারাদিন ভালো বোলিং করেছে, তাই আমরা যদি একই কাজ করি এবং শুরুতে উইকেট নিতে পারি তাহলে এটি ভালো হবে আমাদের জন্য।'
দ্বিতীয় ইনিংসে ভালো ক্রিকেট খেলাই এখন লক্ষ্য বাংলাদেশের। রাওয়াল্পিন্ডি টেস্ট চতুর্থ দিন বা পঞ্চম দিনে যাবে কিনা সেই বিষয়ে নিশ্চিত না হলেও শান্ত জানিয়েছেন, ব্যাটিং-বোলিংয়ে সেরা পারফরম্যান্সটা করতে হবে তাদের।
এ প্রসঙ্গে শান্ত বলেছেন, 'আমরা যদি ভালো জায়গায় বল করতে পারি এবং শুরুতে উইকেট নিতে পারি তাহলে ভিন্ন কিছু হতে পারে। গুরুত্বপূর্ণ ব্যাপার হলো আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে দ্বিতীয় ইনিংসে। যদি সেটা করতে পারি তাহলে এটা আমাদের জন্য ভালো হবে। আমি আসলে জানি না টেস্টটি চতুর্থ দিন কিংবা পঞ্চম দিন পর্যন্ত যাবে কিনা তবে আমাদের ভালো ব্যাটিং এবং বোলিং করতে হবে।'