আমরা শিরোপা নিয়ে ঘরে ফিরবোঃ স্টনিয়ার

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ফেবারিটের ছোট তালিকায় বাংলাদেশ ছিল না। তবে সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়ে ৯ ফেব্রুয়ারির ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
ফাইনালে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে বর্তমান শিরোপা জয়ী দল ভারত। তাদের হারিয়েই এবার শিরোপা নিয়ে ঘরে ফিরতে চান বাংলাদেশ যুব দলের ট্রেনার রিচার্ড স্টনিয়ার।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, 'আমাদের কোচিং স্টাফ এবং ছেলেরা বিশ্বাস করছে আর একটি বড় প্রচেষ্টা করলেই সাফল্য ধরা দেবে। ইনশাল্লাহ আমরা শিরোপা নিয়ে ঘরে ফিরবো। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন।'
যুবাদের এই অর্জন বাংলাদেশের মানুষের জন্য বড় একটি সুযোগ বলে মনে করেন স্টনিয়ার। ফাইনালে ভালো করার জন্য দেশের কোটি মানুষ এবং সারা বিশ্বের মানুষ অনুপ্রেরণা যোগাচ্ছে বলে বিশ্বাস তার।
এ প্রসঙ্গে যুবাদের ট্রেনার বলেছেন, 'ছেলেদের স্বপ্ন সত্যি হয়েছে। এটা জাতীর জন্য অনেক গর্বের। কোটি মানুষ তাদের ভভিষ্যত তারকাদের আশা যোগাচ্ছেন। আমার মনে হয় সারা বিশ্বের মানুষই তাদের অনুপ্রেরণা দিচ্ছে।'