সিলেটে তাসকিনময় প্রথম সেশন

ছবি: ছবিঃ ওয়ালটন

|| ডেস্ক রিপোর্ট ||
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডে ওয়ালটন সেন্ট্রাল জোনের মুখোমুখি হয়েছে উত্তরাঞ্চল। টস হেরে ব্যাটিং করছে মধ্যাঞ্চল।
সিলেটে তাসকিনময় প্রথম সেশনঃ

অসাধারণ বোলিং পারফরম্যান্সে প্রথম সেশন নিজের করে নেন উত্তরাঞ্চলের পেসার তাসকিন আহমেদ। মধ্যাঞ্চলের ওপর প্রথম আঘাত হানেন পেসার সালাউদ্দিন শাকিল। মোহাম্মদ নাঈমকে শূন্য রানে ফেরান তিনি।
এরপর মার্শাল আইয়ুব (১), আব্দুল মজিদ (৫) ও তাইবুর রহমানকে (০) ফেরান তাসকিন। ষষ্ঠ ওভারের মধ্যেই তিন উইকেট হারায় মধ্যাঞ্চল। আট রানের মধ্যে চার উইকেট হারানো দলটি অধিনায়ক শুভাগত হোমের ব্যাটে ভর করে ঘুরে দাঁড়াতে চায়।
কিন্তু ২১ রানে ফিরে যান শুভাগতও। তাঁকে ফেরান সালাউদ্দিন শাকিল। অভিজ্ঞ ব্যাটসম্যান রকিবুল হাসান ও উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকের আলীর ব্যাটে প্রথম সেশনের বাকি সময় পার করে মধ্যাঞ্চল।
সংক্ষিপ্ত স্কোরঃ
ওয়ালটন মধ্যাঞ্চলঃ ৯২/৫ (২৮ ওভার)
(রকিবুল ৪৩*, জাকের ১৯*)