রাওয়ালপিণ্ডিতে টস হারলেন মুমিনুল
ছবি: ছবিঃ পিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
রাওয়ালপিণ্ডিতে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান। বাংলাদেশ সময় সকাল ১১ টায় মুখোমুখি হবে দল দুটি।
ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক আজহার আলী।

টেস্ট ফরম্যাটে বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে রয়েছে পাকিস্তান। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান সাত নম্বরে থাকলেও ঘরের মাঠে ফেভারিট পাকিস্তান।
তার উপরে সর্বশেষ ৭ টেস্টে জয়ের দেখা পায়নি র্যাঙ্কিংয়ের নয় নম্বরে থাকা বাংলাদেশ। সবমিলিয়ে আত্মবিশ্বাসের দিক থেকেও পিছিয়ে থাকছে তামিম-মুমিনুলরা। যদিও জয় খরা কাটাতে মুখিয়ে আছেন অধিনায়ক মুমিনুল হক।
বাংলাদেশ স্কোয়াডঃ মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, আবু জায়েদ, আল-আমিন ও রুবেল হোসেন।
পাকিস্তান স্কোয়াডঃ আজহার আলী (অধিনায়ক), আবিদ আলী, আসাদ শফিক, বাবর আজম, বিলাল আসিফ, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হারিস সোহেল, ইমাম-উল-হক, ইমরান খান, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি, শান মাসুদ ও ইয়াসির শাহ।