কিউইদের দুইশোর নিচে আটকাতে পারল না বাংলাদেশ

ছবি: ছবিঃ আইসিসি

|| ডেস্ক রিপোর্ট ||
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সেমিফাইনালে শুরু থেকেই বাংলাদেশের স্পিনের সামনে খাবি খেয়েছে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভারে তারা সংগ্রহ করেছে ৮ উইকেট হারিয়ে ২১১ রান।
এই ম্যাচে টস জিতে বোলিংয়ে নেমে দারুণ শুরু করে বাংলাদেশের যুবারা। তারা শুরুতেই তুলে নেয় রাইস মারিউর উইকেট। শামীম হোসেনের বলে ১ রান করা মারিউ স্লিপে ক্যাচ দিয়েছেন তানজিদ হাসানের হাতে।

এরপর ১৮ রান করা ওলি হোয়াইট আউট হয়েছেন ইনসাইড এজ হয়ে রাকিবুলের বলে। এরপর ফার্গুস লেলম্যান ২৪ রান করে আউট হয়েছেন। কিউই অধিনায়ক জেসে ট্যাশকফ ফিরেছেন ১০ রান করে।
পঞ্চম উইকেটে ৬৭ রান যোগ করেন বেকহ্যাম হুইলার-গ্রিনল এবং নিকোলাস লিডস্টোন। শরিফুলের বলে এলবিডব্লিউ হয়ে ৪৪ রান করা লিডস্টোন ফিরে গেলেও গ্রিনল শেষ পর্যন্ত ৮৩ বলে পাঁচ চার ও দুই ছক্কায় ৭৫ রানে অপরাজিত থেকে নিউজিল্যান্ডকে লড়াইয়ের সংগ্রহ এনে দেন।
৪৫ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার পেসার শরিফুল ইসলাম। এ ছাড়া স্পিনার শামীম হোসেন এবং হাসান মুরাদ ২টি করে উইকেট নিয়েছেন। একটি উইকেট পেয়েছেন রাকিবুল হাসান।
সংক্ষিপ্ত স্কোর:
নিউ জিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ২১১/৮ (হোয়াইট ১৮, লেলম্যান ২৪, লিডস্টোন ৪৪, ট্যাশকফ ১০, হুইলার-গ্রিনল ৭৫*, অশোক ৫*; শরিফুল ৩/৪৫, শামীম ২/৩১, মুরাদ ২/৩৪)