promotional_ad

আকবরদের নিয়ে জাতীয় দলের পরিকল্পনায় নান্নু

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


চলতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সেমিফাইনাল খেলছে বাংলাদেশ। দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালে খেলার দৌড়ে দারুণ ভাবে টিকে আছে বাংলাদেশের যুবারা। বিশ্ব আসরে আকবর আলী-মাহমুদুল হাসান জয়দের এমন পারফরম্যান্স আশাবাদী করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (বিসিবি)।


বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আশাবাদী এই দল থেকে অন্তত ৮-৯ জন জাতীয় দলে খেলবে ভবিষ্যতে। এর আগে ২০০৯ সালে যুব দলে খেলা ১৮ জনই জাতীয় দলে খেলে বলে জানালেন প্রধান নির্বাচক।



promotional_ad

এ প্রসঙ্গে নান্নু বলেছেন, 'অনূর্ধ্ব-১৯ আমাদের বয়স ভিত্তিক দলটা কিন্তু জাতীয় দলের জন্যই তৈরি করা। আর এই প্রেক্ষিতেই খেলোয়াড়দের বাছাই করা। এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দল ভালো খেলছে। আমরা চাই এখান থেকে ৮-৯জন খেলোয়াড় যেন দেশকে প্রতিনিধিত্ব করতে পারে। এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট।'


পুলের মধ্যে বেশি খেলোয়াড় থাকলে সবার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যায় বলে মনে করেন নান্নু। প্রতিটি জায়গার জন্য ৩-৪ জন খেলোয়াড় থাকলে দৃশ্যপট পাল্টে যায় বলেও ধারণা তার। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের এবারের দলটি থেকে বেঞ্চ শক্তি পরীক্ষার অনেক সুযোগ পাওয়া যাবে বলে বিশ্বাস প্রধান নির্বাচকের।


তিনি বলেছেন, 'একটা পুলের মধ্যে খেলোয়াড়দের পাওয়া যায়। প্রতিদ্বন্দ্বীতা বেড়ে যায়। একেকটা স্থানের জন্য যদি ২-৩জন খেলোয়াড় রাখা যায় তাহলে পুরো দৃশ্যপট পালটে যায়। বেঞ্চ শক্তি পরীক্ষা করার অনেক সুযোগ পাওয়া যায়। যখন যাকে দরকার হয় তাকে ব্যবহার করা যায়।'




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball