জয় খরা কাটাতে পাকিস্তানে চোখ মুমিনুলের

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সর্বশেষ ৭ টেস্টে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। গত বছর ভারতের মাটিতে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হেরেছিল টাইগাররা। শুক্রবার পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্ট দিয়ে আবারও সাদা পোষাকে ফিরছে বাংলাদেশ।
এই ম্যাচ দিয়ে জয়ের ধারায় ফেরার লক্ষ্য বাংলাদেশের। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে টেস্ট অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন, তারা ম্যাচটি নিয়ে আশাবাদী। এই ম্যাচ দিয়েই জয় খরা কাটাতে চান বাংলাদেশে টেস্ট অধিনায়ক।

মুমিনুল বলেছেন, 'দেখুন এক সময় না এক সময় তো ব্রেকটা ভাঙতেই হবে। ইনশাল্লাহ এই ব্রেকটা ভাঙতে সবাই প্রস্তুত। খুব ভালো প্রস্তুতি নিয়েছে। ওই হিসেবে চিন্তা করলে আমরা আশাবাদী ম্যাচটি নিয়ে।'
দেশের বাইরে বাংলাদেশের পারফরম্যান্স আরও নাজুক। ঘরের বাইরে সর্বশেষ ৯ টেস্টেই হেরেছে বাংলাদেশ। মুমিনুলও এই ব্যর্থতা মেনে নিয়েছেন। পাকিস্তানেই ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে আশাবাদী তিনি।
মুমিনুলের ভাষ্য, 'আপনিও জানেন দেশের বাইরে আমাদের ভালো পারফর্ম হয়নি। চেষ্টা করছি এই জিনিসটি এখান থেকে শুরু করার জন্য। সব মিলিয়ে আমরা মনোযোগী আছি। আশা করছি আমরা ভালো ক্রিকেট খেলতে পারবো।'