ভারতের জরিমানার হ্যাটট্রিক

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৪ উইকেটের ব্যবধানে হেরেছে ভারত। এই ম্যাচে স্লো ওভার রেটের ভারতের পুরো দলের ম্যাচ ফি'র ৮০ শতাংশ জরিমানা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
বুধবার (৫ ফেব্রুয়ারি) প্রথম ওয়ানডেতে নির্ধারিত সময়ের মধ্যে ৪ ওভার কম বোলিং করেছে ভারত। আইসিসির নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের পর প্রতি ওভারের জন্য ২০ শতাংশ করে জরিমানা করা হয় দলের সবার।

এর ফলে ৪ ওভার কম করায় বিরাট কোহলিদের ৮০ শতাংশ জরিমানা করেছে আইসিসি। ম্যাচ রেফারি ক্রিস ব্রড ভারতের বিরুদ্ধে স্লো ওভার রেটের অভিযোগ এনেছেন। এই অভিযোগ মেনে নিয়েছেন ভারতের অধিনায়ক কোহলি।
এর ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। এর আগে পাঁচ ম্যাচ সিরিজের শেষ দুই টি-টোয়েন্টিতেও জরিমানার কবলে পড়েছিল ভারত। চতুর্থ টি-টোয়েন্টিতে তারা নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার কম করেছিল।
এর ফলে, কোহলিদের ম্যাচ ফি'র ৪০ শতাংশ জরিমানা করা হয়। সিরিজের পঞ্চম এবং শেষ টি-টোয়েন্টিতে নির্ধারিত সময়ে ১ ওভার কম বোলিং করে ২০ শতাংশ জরিমানার কবলে পড়েছিল ভারতীয় দল।