উপরে ব্যাট করতে চান মিরাজ

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
আঙুলের চোটের কারণে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডে খেলতে পারেননি মেহেদী হাসান মিরাজ। দ্বিতীয় রাউন্ড থেকে মাঠে ফিরতে আত্মবিশ্বাসী এই অলরাউন্ডার।
নিয়মিত লোয়ার মিডল অর্ডারে ব্যাটিং করলেও এবার বিসিএলে উপরের দিকে ব্যাট করতে চান এই ডানহাতি ব্যাটসম্যান। এবার বিসিএল মধ্যাঞ্চলের হয়ে খেলার কথা রয়েছে তাঁর। বিসিএলে উপরের ব্যাটিংয়ের সুযোগ না পেলেও আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে উপরে ব্যাট করতে চান তিনি।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, 'বিসিএলে ব্যাটিং উপরে করতে না পারলেও মোটামুটি একটা জায়গায় ব্যাট করতে পারবো। টেস্ট ক্রিকেট কিংবা চারদিনের ম্যাচে অনেক সুযোগ থাকে ব্যাট করার। আমি চেষ্টা করছি প্রিমিয়ার লিগে উপরে ব্যাট করার জন্য। টিমের সঙ্গেও কথা হয়েছে এ নিয়ে।'
সদ্য সমাপ্ত বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিবিপিএল) খুলনা টাইগার্সের হয়ে প্রায় প্রতিটি ম্যাচেই ওপেনিংয়ে ব্যাট করেছেন মিরাজ। উপরের ব্যাট করার জন্য সুযোগ দেয়ায় অধিনায়ক মুশফিকুর রহিম এবং টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এই অলরাউন্ডার।
মিরাজের ভাষ্যমতে, 'আমি ব্যাটিং নিয়ে নির্বাচকদের সাথে কথা বলেছি তারাও আমাকে অনেক সাপোর্ট করেছে। ঘরোয়া ক্রিকেটে উপরের দিকে ব্যাট করার জন্যে তারা আমাকে অনেক সাহায্য করেছে। বিশেষ করে এবার যখন খুলনা টাইগার্সের হয়ে খেলেছি বিপিএলে, টিম ম্যানেজমেন্ট আমাকে অনেক সাহায্য করেছে।'