promotional_ad

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট দেখা যাবে সাড়ে ২৭ টাকায়

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


তিন ধাপে এবার পাকিস্তান সফর করছে বাংলাদেশ দল। প্রথম ধাপে তিনটি টি-টোয়েন্টি খেলেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। এবার একটি টেস্ট খেলতে পাকিস্তান সফরে গেছে বাংলাদেশ।


শুক্রবার (৭ জানুয়ারি) রাওয়ালপিন্ডিতে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামছে বাংলাদেশ-পাকিস্তান। এই ম্যাচের টিকেটের মূল্য তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।



promotional_ad

বাংলাদেশি মুদ্রায় ২৭.৫১ টাকায় দেখা যাবে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তান প্রথম টেস্ট। শুক্রবার থেকে শুরু হওয়া এই ম্যাচের টিকেটের সর্বনিম্ন মূল্য রাখা হয়েছে ৫০ রুপি। যা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ২৭ টাকার মতো।


টিকেটের সর্বোচ্চ মূল্য পাকিস্তানি মুদ্রায় ১০০ রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ৫৫ টাকা। মিরান বকস, শোয়েব আকতার, সোহেল তানভীর ও ইয়াসির আরাফাত স্ট্যান্ডের মূল্য পাকিস্তানি মুদ্রায় ৫০ রুপি।


এ ছাড়া ইমরান খান, জাভেদ আক্তার, জাভেদ মিঁয়াদাদ ও আজহার মাহমুদ স্ট্যান্ডের মূূল্য পাকিস্তানি মুদ্রায় ১০০ রুপি। মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে রাওয়ালপিন্ডি ও ইসলামাবাদের নির্ধারিত ১২টি পয়েন্টে।



ম্যাচের দিনও টিকেট পাওয়া যাবে। পরিচয়পত্র দেখিয়ে একজন দর্শক সর্বোচ্চ ৫টি টিকিট ক্রয় করতে পারবেন। এই টেস্টে অংশ নিতে ইতোমধ্যে পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ দল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball