গিবসনকে ধরে রাখতে বিসিবির অভিনব পন্থা

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
গত বছরের ২৭ জুলাই বাংলাদেশের পেস বোলিং কোচের দায়িত্ব পেয়েছিলেন চার্ল লেঙ্গেভেল্ট। যদিও তাঁর সার্ভিস বেশিদিন পায়নি বাংলাদেশ। কদিন আগেই দক্ষিণ আফ্রিকার পেস বোলিং কোচের দায়িত্ব পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে (বিসিবি) সম্পর্ক ছিন্ন করেছেন তিনি।
এরপর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে (জানুয়ারি) বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ হিসেবে যুক্ত হয়েছেন ওটিস গিবসন। লেঙ্গেভেল্ট হটাৎ করে দায়িত্ব ছাড়ায় বিপদে পড়েছিল বাংলাদেশ। এবার ওটিস গিবসনকে ধরে রাখতে নতুন পন্থা অবলম্বন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই ক্যারিবীয় কোচকে অন্যান্ন কোচের মতো বেতন ভাতা, সুযোগ সুবিধা এবং ছুটি দিচ্ছে বিসিবি। তার সঙ্গে দুটি শর্ত জুড়ে দিয়েছে তাঁরা। এমনিতে দুই পক্ষেরই চুক্তি বাতিলের সুযোগ থাকে। যদিও গিবসনের সঙ্গে এমন কিছুর সুযোগ রাখেনি বিসিবি।
এমন সুযোগ থাকলে চুক্তির মাঝপথে কোনো সময় চলে যেতে পারতেন গিবসন। এবার তাঁকে সেই সুযোগ দিচ্ছে না বিসিবি। দক্ষিণ আফ্রিকার সাবেক এই কোচের সঙ্গে ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত চুক্তি করেছে বিসিবি।
এর মধ্যে প্রথম ১২ মাস চাকরি ছাড়তেই পারবেন না গিবসন। পরের ১২ মাসের মধ্যে চাইলে তিনি চাকরি ইস্তফা দিতে পারবেন। সেটিও শর্ত সাপেক্ষে। তবে প্রত্যাশা মাফিক কাজ করতে না পারলে যেকোনো সময় গিবসনকে ছাটাইয়ের অধিকার রেখেছে বিসিবি। এমনটা হলে তাঁকে চার মাসের বেতন দিয়ে বিদায় করতে হবে।