ফিটনেসে ঘাটতি, স্কোয়াড থেকে বাদ লুইস-হেটমায়ার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলংকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের আগে বড় সিদ্ধান্ত নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফিটনেস পরীক্ষায় পাশ না করায় স্কোয়াডের বাইরে রাখা হয়েছে শিমরন হেটমায়ার এবং এভিন লুইসদের।
চলতি মাসে শ্রীলঙ্কার মাটিতে ওয়ানডে সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা। এই সিরিজের জন্য সোমবার ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। যেখানে দলে ফিরেছেন ড্যারেন ব্রাভো সহ রোভম্যান পাওয়েল ও ফ্যাবিয়ান অ্যালেনরা।

এক বিবৃতিতে ক্যারিবিয়ান বোর্ড জানিয়েছে, ‘এভিন লুইস ও শিমরন হেটমায়ারের দলে জায়গা হয়নি, ফিটনেস পরীক্ষায় পাশ করতে না পারার কারণে আসন্ন সিরিজের স্কোয়াডে নেয়া হয়নি তাদের।’
ঘরোয়া ওয়ানডে প্রতিযোগিতায় ভালো খেলার পুরস্কার পেয়েছেন ব্রাভো ও পাওয়েল। অন্যদিকে গত বছরের নভেম্বরে ভারত সফরে পাওয়া চোট কাটিয়ে ফিরেছেন অ্যালেন।
২২ ফেব্রুয়ারি কলম্বোতে পর্দা উঠবে ওয়ানডে সিরিজের। তিন ম্যাচের সিরিজের বাকি দুটি ম্যাচ হবে যথাক্রমে- ২৬ ফেব্রুয়ারি হাম্বানতোতায় ও ১ মার্চ ক্যান্ডিতে।
ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড:
কাইরন পোলার্ড (অধিনায়ক), শাই হোপ, ফ্যাবিয়ান অ্যালেন, সুনীল অ্যামব্রিস, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, শেল্ডন কট্রেল, জেসন হোল্ডার, আলজারি জোসেফ, ব্রেন্ডন কিং, কিমো পল, নিকোলাস পুরান, রোভম্যান পাওয়েল, রোমারিও শেফার্ড, হেইডেন ওয়ালশ।