যা আছে তাই নিয়েই 'যুদ্ধে' যাবেন মুমিনুল

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের স্কোয়াডে থাকা কারোরই পাকিস্তানে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। সিরিজ শুরুর আগে কোনো প্রস্তুতি ম্যাচও খেলার সুযোগ হচ্ছে না মুমিনুল হকের দলের। সব মিলিয়ে পাকিস্তানের বিপক্ষে সাদা পোষাকে মাঠে নামার আগে আদর্শ প্রস্তুতি হচ্ছে না টাইগারদের।
প্রস্তুতি যেহেতু হচ্ছে না তাই যা আছে তা নিয়েই লড়াইয়ের জন্য তৈরি হচ্ছে বাংলাদেশ দল। বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল জানিয়েছেন, যুদ্ধে যাওয়ার আগে যেমন পরিস্থিতি থাকে তাঁরা এমন পরিস্থিতির মধ্যেই আছেন।

মুমিনুল বলেছেন, 'দেখুন, এটা তো আমার হাতে নেই (প্রস্তুতির ঘাটতি)। এটা নিয়ে মন্তব্য করাও কঠিন। যেহেতু হাতে নেই, এটা আবহাওয়ার মতো হলো। আমি নিয়ন্ত্রণ করতে পারব না। আমার কাছে মনে হয়, যেটা আছে, আমাদের সেটা নিয়ে যেতে হবে। যুদ্ধে যাওয়ার আগে যেরকম পরিস্থিতি হয়। কিছু করার থাকে না।'
এমন পরিস্থিতিতে মানিয়ে নেয়ার বিকল্প দেখছেন না বাংলাদেশ অধিনায়ক। নেতিবাচক চিন্তা না করে যা আছে তাই নিয়েই লড়াই করার লক্ষ্য তাঁর। মুমিনুলের ভাষ্যমতে, 'এই পরিস্থিতিতে নিজেরা যে যেভাবে পারি, মানিয়ে নিতে হবে। আগে থেকে এরকম নেতিবাচক চিন্তা না করে, আমার মনে হয় যা সম্বল আছে, তা নিয়ে এগিয়ে যাওয়া ভালো।'
দেশের বাইরে সাদা পোষাকে এখনও সমীহজাগানিয়া দল হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেনি। তবুও নিজেদের চেষ্টার কমতি রাখতে চান না মুমিনুল। তাই তিনি আশার বানী শুনিয়েছেন।
মুমিনুল বলেছেন, 'সব মিলিয়ে চিন্তা করলে আমরা দেশের বাইরে কিন্তু তেমন ভালো খেলি না, সত্যিটা যদি বলেন। তো আমরা চেষ্টা করব এবার ভালো ক্রিকেট খেলার। সবাই সেই চেষ্টাই করবে। ইনশাল্লাহ আমরা ভালো ক্রিকেট খেলব।'