চট্টগ্রামে পাঁচ সেঞ্চুরির ম্যাচ ড্র

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) উত্তরাঞ্চল বনাম দক্ষিণাঞ্চলের ম্যাচটি ড্র হয়েছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ম্যাচটিতে সেঞ্চুরি হয়েছে মোট পাঁচটি। দক্ষিণাঞ্চলের হয়ে সেঞ্চুরি করেছেন ফজলে রাব্বি, শাহরিয়ার নাফিস, শামসুর রহমান ও মাহমুদউল্লাহ রিয়াদ। উত্তরাঞ্চলের হয়ে শেষদিনে সেঞ্চুরি করেছেন লিটন দাস।
শেষ ইনিংসে উত্তরাঞ্চলের সামনে জয়ের লক্ষ্য ছিল ৪৫৪ রানের। আগের দিন বিনা উইকেটে ২২ রানে থাকা উত্তরাঞ্চল শেষ পর্যন্ত করেছে চার উইকেটে ২৭৮ রান।
প্রথম শ্রেণির ক্যারিয়ারে ১৫তম সেঞ্চুরি করেছেন লিটন। শেষ পর্যন্ত ১০৩ রানে অপরাজিত ছিলেন তিনি। ইনিংসে ছিল নয়টি চার ও দুটি ছক্কার মার।
এছাড়া জুনায়েদ সিদ্দিকী ৬১ ও অধিনায়ক নাঈম ইসলাম করেছেন ৪৩ রান।
দক্ষিণাঞ্চলের হয়ে অধিনায়ক আব্দুর রাজ্জাক ৬৬ রান খরচায় দুই উইকেট নেন। এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে তিন উইকেটে ৩৯৮ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে দক্ষিণাঞ্চল। নাফিস ১১১, শামসুর ১০৯ ও মাহমুদউল্লাহ ১০০* রান করেন।

প্রথম ইনিংসে দক্ষিণাঞ্চল করে ২৬২ রান। জবাবে উত্তরাঞ্চল ২০৭ রানে অলআউট হয়। পাঁচ সেঞ্চুরির এই ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন শফিউল ইসলাম।
দুই ইনিংস মিলিয়ে ছয় উইকেট নেন ডানহাতি এই পেসার। ম্যাচের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারে উত্তরাঞ্চলের চার ব্যাটসম্যানকে সাজঘরে পাঠান শফিউল। এর মধ্যে তিনজনকে বোল্ড ও একজনকে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন তিনি।
সংক্ষিপ্ত স্কোরঃ
দক্ষিণাঞ্চল প্রথম ইনিংসঃ ২৬২/১০ (৬৭.৪ ওভার)
(রাব্বি ১২৫, মাহমুদউল্লাহ ৩১; সুমন ৩/৬৭)
উত্তরাঞ্চল প্রথম ইনিংসঃ ২০৭/১০ (৭৭.১ ওভার)
(আরিফুল ৫৮*, রনি ৫৫; শফিউল ৬/৪০, রাজ্জাক ৪/৭২)
দক্ষিণাঞ্চল দ্বিতীয় ইনিংসঃ ৩৯৮/৩ (১০২ ওভার) (ইনিংস ঘোষণা)
(নাফিস ১১১, শামসুর ১০৯, মাহমুদউল্লাহ ১০০*, বিজয় ৬৪*; আরিফুল ২/৫১)
উত্তরাঞ্চল দ্বিতীয় ইনিংসঃ ২৭৮/৪ (৮১ ওভার) (লক্ষ্য ৪৫৪ রান)
(লিটন ১০৩*, জুনায়েদ ৬১, নাঈম ৪৩; রাজ্জাক ২/৬৬)