promotional_ad

'পাকিস্তানে ওপেনিংয়ে সাইফ, তিনে শান্ত'

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট এবং জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের বাংলাদেশ দলে অনেক ওলট পালট হয়েছে। ইনজুরির কারণে দলে নেই মেহেদী হাসান মিরাজ এবং সাদমান ইসলাম। মুশফিকুর রহিম নিজেকে পাকিস্তান সফর থেকে সরিয়ে নিয়েছেন। তাই তিনি বিবেচনার বাইরে।


মুস্তাফিজুর রহমান বাদ পড়েছেন বাজে ফর্মের কারণে। সোমবার (৩ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে আসন্ন রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের ব্যাটিং অর্ডার কেমন হতে পারে সেই বিষয়ে খোলাসা করেছেন বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।



promotional_ad

তিনি জানিয়েছেন, তিনে খেলতে পারেন নাজমুল হোসেন শান্ত আর চারে মুমিনুল হক। ভারত সফরে অভিষেকের কথা থাকলেও আঙুলের চোট ছিটকে দিয়েছিল সাইফ হাসানকে। ডমিঙ্গো তাঁকে তামিমের সঙ্গে ওপেনিংয়ে দেখতে চান পাকিস্তান সফরে। 


এ প্রসঙ্গে ডমিঙ্গো বলেছেন, 'এই মুহূর্তে ঠিক করা আছে, মুমিনুল চারে ব্যাট করবে। আমি হয়তো শান্তকে তিনে খেলাব। তামিমের সঙ্গে ওপেন করবে সাইফ। পাঁচ-ছয়ে খেলতে পারে মোহাম্মদ মিঠুন ও (মাহমুদউল্লাহ) রিয়াদ। লিটন সম্ভবত খেলতে পারে সাতে।'


ভারত সফরে চার নম্বরে ব্যাট করেছেন মিঠুন। তবে নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। সেই সঙ্গে অনেকদিন পর জায়গা পাওয়া নাজমুল হোসেন শান্তর জন্যও এটা বড় সুযোগ দলে নিজের জায়গা পাকা করার জন্য।



ডমিঙ্গোর বিশ্বাস তাঁরা সুযোগটি কাজে লাগাবেন। বাংলাদেশের প্রধান কোচের ভাষ্যমতে, 'এই সিরিজ শান্ত, সাইফ, মিঠুনের মতো তরুণদের নিজেদের জায়গা স্থায়ী করার দারুণ সুযোগ।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball