২০ বছরের আক্ষেপ দূর করার লক্ষ্য ডমিঙ্গোর

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
২০ বছর ধরে টেস্ট খেললেও এখনো বিদেশের মাটিতে সিরিজ জিততে পারিনি বাংলাদেশের। সর্বোচ্চ সাফল্য ২০১৬-১৭ মৌসুমে শ্রীলংকার মাটিতে টেস্ট সিরিজ ড্র। এবার এই হতাশা দূর করতে চান প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। বিদেশের মাটিতে টেস্ট সিরিজ জয়ের লক্ষ্য স্থির করেছেন এই প্রোটিয়া।
টেস্ট র্যাঙ্কিংয়ের নয় নম্বর দল বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরুটাও ভালো হয়নি। ভারতের মাটিতে লজ্জায় ডুবেছে মমিনুল হকের দল। সিরিজের দুই টেস্টই শেষ হয়েছে ৩ দিনের মাথায়। এর আগের সিরিজে ঘরের মাঠে আফগানিস্তানের কাছে হেরেছে। তার আগে নিউজিল্যান্ড গিয়ে হোয়াইটওয়াশ।
সর্বশেষ টেস্ট সিরিজ ২০১৮ সালে জিতেছে বাংলাদেশ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এক বছরেরও বেশি সময় ধরে টেস্ট জয় থেকে দূরে থাকা বাংলাদেশের পরবর্তী অ্যাসাইনমেন্ট পাকিস্তান সিরিজ।

কোচ রাসেল ডমিঙ্গো জানেন, পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারানো সহজ না। তারপরও হাল ছাড়ছেন না এই প্রোটিয়া। জানিয়েছেন, নিজেদের মধ্যে একটা লক্ষ্য তৈরি করতে চান তারা। বিদেশের মাটিতে সিরিজ জিততে চান এই কোচ।
ডমিঙ্গো বলেন, `আপনি যখন দেশের হয়ে খেলতে নামবেন এটাই তো সবচেয়ে বড় অনুপ্রেরণা। সিরিজটা অনেক গুরুত্বপূর্ণ। ক্রিকেটের বিশ্বের অন্যতম সেরা দলের বিপক্ষে খেলতে যাচ্ছি আমরা। তবে টেস্টে আমাদের অনেক উন্নতি করতে হবে।'
`খেলোয়াড়রা এটা জানে যে ওদের এই ফরম্যাটে পারফর্ম করতে হবে। আমরা লম্বা সময় ধরে টেস্টে ভালো পারফর্ম করিনি। আমরা নিজেদের একটা লক্ষ্য তৈরি করতে চাই, সেটা হলো দেশের বাইরে টেস্ট সিরিজ জেতার। এটা আমাদের অনেক অনুপ্রেরণা দেবে।' আরও যোগ করেন এই প্রোটিয়া।
পাকিস্তানের মাটিতে জয়ের ব্যাপারে আশাবাদী ডমিঙ্গো। তবে কাজটা যে সহজ হবে না সেটা ভালোভাবেই জানেন এই প্রোটিয়া। তারপরও প্রতিপক্ষের খারাপ দিনে নিজেদের সেরা দিলে ভালো কিছু হবে বলে বিশ্বাস তার।
ডমিঙ্গো বলেন, `আমরা জানি টেস্টে আমরা ভালো খেলিনি। তবে আপনি যদি পাকিস্তান যাওয়ার আগে চিন্তা করেন যে আমরা জিততে পারবো না তাহলে এখানেই থেকে যাওয়া উচিৎ আমাদের। আমি আত্মবিশ্বাসী যে আমরা যদি আমাদের কাজটা ঠিক ভাবে করতে পারি।'
`ভারত সফরের তুলনায় ভালো খেলি তাহলে আমরা পাকিস্তানকে চাপে ফেলতে পারবো। কাজটা সহজ হবে না। তারা খুবই ভালো দল। কিন্তু তাঁদেরও দিন খারাপ হতে পারে। তবে ওদের খারাপ দিনে আমাদের সেরাটা খেলতে হবে। যদি সেটা হয় আমাদের ভালো সুযোগ থাকবে।' আরও যোগ করেন এই কোচ।