promotional_ad

তিন ফরম্যাটেই বাদ পড়ছেন মুস্তাফিজ!

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ধারাবাহিক ভাবে ব্যর্থ হওয়ার কারণে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট এবং জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দল থেকে বাদ পড়েছেন মুস্তাফিজুর রহমান। ২০১৫ সালে অভিষেকের পর এই প্রথম অফ-ফর্মের কারণে দল থেকে বাদ পড়লেন বাঁহাতি এই পেসার।


সীমিত ওভারের ক্রিকেটেও বল হাতে সেরা ছন্দে নেই মুস্তাফিজ। তবুও মুস্তাফিজ ছন্দে ফিরবেন বলে আশাবাদী বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। সাদা বলের ক্রিকেটেও এখন অটোমেটিক চয়েজ নন মুস্তাফিজ।



promotional_ad

রাওয়ালপিন্ডি টেস্টের পর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। তাদের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। আসন্ন এই সিরিজে তিন ফরম্যাটেই বাদ পড়তে পারেন মুস্তাফিজ। এমনটাই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ।


এ প্রসঙ্গে ডমিঙ্গো বলেছেন, ‘মুস্তাফিজ জানে সে কিছুটা চাপের মধ্যে আছে, বিশেষ করে সাদা বলের ক্রিকেটে। তবে সে এখনো আমাদের এক নম্বর বোলার, অভিজ্ঞতা ও দক্ষতার কারণে। সে চাপের মধ্যে খুবই ভালো পারফর্ম করার সামর্থ্য রাখে। যেসব সময় ও বল করে, তখন চাপ থাকেই, যেমন ইনিংসের শুরুতে ও শেষে। এ জন্য ওর ফর্ম ওঠানামা করতে পারে। কারণ কাজটা সহজ না। আমার আত্মবিশ্বাস আছে, সে সাদা বলের ক্রিকেটে দারুণভাবে ফিরবে।’


টেস্টে ভালো করতে হলে মুস্তাফিজকে কঠোর পরিশ্রম করতে হবে বলে মনে করেন ডমিঙ্গো। বাংলাদেশ দলের আগের পেস বোলিং কোচ চার্ল লেঙ্গেভেল্টের  সঙ্গে এগুলো নিয়ে কাজ করেছেন তিনি। এবার নতুন পেস বোলিং কোচ ওটিস গিবসনের কাছ থেকে ডানহাতিদের বিপক্ষে ভালো বোলিংয়ের অস্ত্র রপ্ত করছেন মুস্তাফিজ।



ডমিঙ্গো বলেছেন, 'টেস্ট ক্রিকেটে তার কিছু কাজ করতে হবে। চার্ল ল্যাঙ্গেভেল্ট ওর জন্য কাজ করছিল এসব নিয়ে। এখন ওটিস গিবসন সেই কাজটা করবে। ডানহাতি ব্যাটসম্যানদের ভেতরে বল ঢোকানো নিয়ে কাজ করতে হবে। টেস্টের বিবেচনায় আসার আগে তাঁর কিছু কৌশলগত কাজ করতে হবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball