লড়াইয়ের জন্য প্রস্তুত মঈন আলী

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি ডেস্ক ||
গেল বছর আগস্টে অ্যাশেজে আশানুরূপ পারফর্ম করতে না পারায় দল থেকে বাদ পরেন মঈন আলী। তবে আবারও ইংলিশদের হয়ে সাদা পোশাকে মাঠে নামতে চান এই অলরাউন্ডার। যে জন্য লড়াই করতে প্রস্তুত তিনি।
অ্যাশেজর পর ক্রিকেট থেকে বিরতি নেন মঈন। সেই সঙ্গে লঙ্গার ভার্সনে খেলাও ছেঁড়ে দিতে চেয়েছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। কিন্তু টেস্ট অধিনায়ক জো রুটের সঙ্গে আলাপের পর সিদ্ধান্ত পরিবর্তন করেন তিনি।
টেস্ট দলের বাইরে থাকলেও রঙ্গিন জার্সিতে ইংল্যান্ডের পরিচিত মুখ মঈন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য যোগ দিয়েছেন দলের সঙ্গে।

সেখানে প্রধান কোচ ক্রিস সিলভারউড এবং অধিনায়ক জো রুটের সঙ্গে খোলামেলাভাবে আলাপ করেছেন মঈন। এই সিরিজের পর শ্রীলংকার বিপক্ষে টেস্ট খেলবে ইংল্যান্ড। আর আসন্ন সিরিজে ইংল্যান্ডের টেস্ট দলে ফিরতে চান বাঁহাতি এই ব্যাটসম্যান।
মঈন বলেন, `আমার এটা মনে হয়নি যে আমাকে যথেষ্ট গুরুত্ব দেয়া হচ্ছে না। কিন্তু অনেক সময় মনে হয়েছে টেস্ট ছেঁড়ে দেই। কিন্তু অধিনায়ক রুটের সঙ্গে কথা বলার পর মনে হয়েছে আমি দলের গুরুত্বপূর্ণ সদস্য।
আমি এখন আবারও প্রস্তুত। আমি চাই না আমাকে দলে নেয়া নিয়ে যাচাই-বাছাই করা হোক। একদম নতুন ভাবে শুরু করতে চাই। মানসিক ভাবেও প্রস্তুত আমি পারফর্ম করতে।' আরও যোগ করেন মঈণ।
শ্রীলংকার বিপক্ষে খেলার আগ্রহ প্রকাশ করলেও মঈণ জানেন দলে জায়গা পাওয়া সহজ না। সে জন্য যে লড়াই করতে হবে এটা বেশ ভালোভাবেই জানেন এই ইংলিশম্যান।
মঈন বলেন, `আমি জানি যদি শ্রীলংকা যেতেও চাই তাও হয়তো হবে না। কারণ দলে জায়গা পাওয়া সহজ না। আমাকে নিজের পজিশনের জন্য লড়াই করতে হবে।'
`ইসিবি আমাকে অনেক সাহায্য করেছে ঘুরে দাঁড়াতে। আমি আরও ভালো ভাবে মাঠে ফিরতে চাই। সামনের যাত্রায় দলের গুরুত্বপূর্ণ সদস্য হতে চাই।' যোগ করেন এই ইংলিশম্যান।