লজ্জার রেকর্ডে ব্রডের পর দুবে

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম এবং শেষ টি-টোয়েন্টিতে লজ্জার একটি রেকর্ড গড়েছেন ভারতের পেস অলরাউন্ডার শিভম দুবে। টি-টোয়েন্টিতে এক ওভারে সবচেয়ে বেশি রান খরচ করা ভারতীয় বোলারে পরিণত হলেন তিনি।
নিউজিল্যান্ডের ইনিংসের দশম ওভারে বোলিং করতে এসে দুবে খরচ করেছেন ৩৪ রান। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এর চেয়ে বেশি রান খরচ করেছেন কেবল একজন বোলার।

তিনি ইংল্যান্ডের পেসার স্টুয়ার্ট ব্রড। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্রডের করা এক ওভারে ছয়টি ছক্কা হাঁকান ভারতের কিংবদন্তি অলরাউন্ডার যুবরাজ সিং। অর্থাৎ, সেই ওভারে ব্রড খরচ করেন ৩৬ রান।
মাউন্ট মানগানুইতে দুবে একই ওভারে চারটি ছয় হজম করেন। প্রথম দুই বলে দুটি ছয় হাঁকান টিম সেফার্ট। তৃতীয় বলে চার মারেন তিনি।
এরপর প্রান্ত বদল করে রস টেলরকে স্ট্রাইকে আনেন সেফার্ট। তারপরের বলে নো বলসহ চার দেন দুবে। শেষ দুই বলে দুটি ছয় হাঁকান টেলর।
যদিও ম্যাচটি শেষ পর্যন্ত হারতে হয়েছে কিউইদের। সদ্য সমাপ্ত সিরিজে ভারতের বিপক্ষে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে কেন উইলিয়ামসনের দল।