রকিবুল স্লেজিং করেছে, দোয়াও করেছেঃ তামিম

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশের প্রথম ট্রিপল সেঞ্চুরি করেন রকিবুল হাসান। ২০০৬-০৭ মৌসুমে বরিশাল বিভাগের হয়ে ৩১৩* রান করেছিলেন তিনি। এবার বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেন তামিম ইকবাল। ছাড়িয়ে যান রকিবুলের করা ৩১৩ রানের মাইলফলক।
অপরাজিত ৩৩৪ রানের অসাধারণ ইনিংসটি তামিম খেলেন ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে। যে দলে খেলছেন রকিবুল। মধ্যাঞ্চল-পূর্বাঞ্চলের ম্যাচের তৃতীয় দিনে তামিমকে এই মাইলফলকে পৌঁছাতে স্বচক্ষে দেখেন রকিবুল।
তামিম যেন তিনশ রান ছুঁতে না পারে, এজন্য করেছেন স্লেজিংও। ম্যাচ শেষে তাই মজা করে তামিম বলেন, 'স্লেজিং করে নাই (রকিবুল), তবে দোয়া তো নিশ্চয়ই করেছে (হাসি)।'

রকিবুলের পাল্টা জবাব, 'আমি যতটা না ওকে (তামিম) স্লেজিং করেছি ও ব্যাটিং করে আমাকে তার চেয়ে বেশি স্লেজিং করেছে।'
নিজের ইনিংস নিয়ে কথা বলার পাশাপাশি রকিবুলের ইনিংসের প্রশংসা করেছেন তামিম। তিনি আরও বলেন, 'সত্যি কথা আমি কখনোই ভাবিনি যে আমাকে ৩০০ করতে হবে। তবে আমি যখনই চিন্তা করতাম রকিবুলের ব্যাপারে। আমাদের একজনই ৩০০ করেছে।
আমরা সবসময়ই বলতাম কত ধৈর্য এর যে ৩০০ করে ফেলেছে! ৩০০ করা তো এতো সহজ না। নরমালি আমাদের উইকেট নরমালি স্লো থাকে, স্পিনিং থাকে। তো এই জায়গাটাই ৩০০ করাটা একটু কঠিন হয়ে যায়।'
গণমাধ্যম পর্বের শেষ দিকে তামিমকে প্রশংসায় ভাসান রকিবুল, 'প্রথমত আমি অভিনন্দন জানিয়েছি। আপনারা মনে হয় জানেন আমরা একসঙ্গে অনূর্ধ্ব-১৯ খেলেছি। আমাদের একসঙ্গে যাত্রা অনূর্ধ্ব-১৭ থেকে। সেদিক থেকে তামিম আমার অন্যতম সেরা বন্ধু। আমার খুব ভালো লেগেছে। আপনারা সবাই স্বাক্ষী, তামিম আজকে যেভাবে খেলেছে সে এটা ডিজার্ভ করে।
ক্রিকেটার হিসেবে রেকর্ডের ক্ষেত্রে মনে হয় যে আমার রেকর্ড টা উপরে থাক। সেদিক থেকে চিন্তা করলে একটু ওরকম লেগেছে আমার কাছে। স্পোর্টিং মাইন্ডে বলতে গেলে তামিমের মতো প্লেয়ার যে এটা ভেঙেছে। আমি যেমনটা বললাম ও যে মানের প্লেয়ার, এবং যে ধরণের খেলা খেলেছে আপনারা সবাই দেখেছেন। এটা অসাধারণ।'