promotional_ad

ট্রিপল সেঞ্চুরির পরিকল্পনা ছিল না তামিমের

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম লেগের ম্যাচে পূর্বাঞ্চলের হয়ে ট্রিপল সেঞ্চুরি করেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ক্যারিয়ারে অসাধারণ একটি অর্জনের পর তামিম জানালেন, ট্রিপল সেঞ্চুরির কোনো পরিকল্পনাই ছিল না তাঁর।


রবিবার গণমাধ্যমকে তামিম বলেন, 'আপনি যদি জিজ্ঞাসা করেন যে আমি কোনদিন এটা নিয়ে ভেবেছি কিনা, পরিকল্পনা করেছি কিনা- সত্যি কথা বলতে না, পরিকল্পনা করিনি।


অবশ্যই এটা বিশেষ অনুভূতি। সত্যি কথা বলতে আমি কখনো চিন্তা করিনি যে আমি ট্রিপল সেঞ্চুরি করব। স্বপ্ন সবারই থাকে, তবে এই ম্যাচেই হয়ে যাবে ভাবিনি।'



promotional_ad

ট্রিপল সেঞ্চুরির খুব কাছে গিয়েও বিচলিত হননি তামিম। পরিকল্পনা অনুযায়ী নিজের সবটুকু উজাড় করে খেলেছেন।


তিনি আরও বলেন, 'যখন আমার ২৬০-৭০ হয়ে গেছে, সত্যি কথা বলতে তখনো এটা নিয়ে ভাবছিলাম না। ২৮০ যখন হলো তখন এটা নিয়ে চিন্তা করা শুরু করেছি।


আমার কাছে মনে হচ্ছিল আমি এটা নিয়ে যদি বেশি চিন্তা করি তাহলে যে পরিকল্পনা নিয়ে আমি ব্যাটিং করছি তাতে বিঘ্ন ঘটবে বা অন্যভাবে খেলার চেষ্টা করব। তো আমি খেলাটাকে খুব সাধারণ রাখার চেষ্টা করেছি আর সেটাই আমার পক্ষে এসেছে।'


পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে যাওয়ার আগে এমন ইনিংস আত্মবিশ্বাস যোগাবে তাঁকে, মনে করছেন বাঁহাতি এই ওপেনার।



তামিম বলেন, 'আমার জন্য গুরুত্বপূর্ণ হলো যেভাবে আমি ব্যাট করেছি। আমি কত রান করেছি এটা না সবচেয়ে বেশি আনন্দদায়ক বিষয় ছিল যে আমি কিভাবে ব্যাট করেছি। খুশি, কিন্তু আমি আশা করব এই ফর্ম আমি ধরে রাখতে পারব।'


ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে ৪২৬ বলে খেলা তামিমের হার না মানা ৩৩৪ রানের ইনিংসে ছিল ৪২টি চার ও তিনটি ছয়ের মার।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball