লিটন এখন তিন ফরম্যাটের ক্রিকেটার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখনও ক্রিকেটারদের বার্ষিক কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেনি। তবে জানা গেছে, বড় পরিবর্তন আসতে যাচ্ছে এই তালিকায়। বিসিবির এক সূত্র জানিয়েছে, তিন ফরম্যাটের জন্য মাত্র ৪জন ক্রিকেটারকে এই চুক্তিতে রেখেছে বোর্ড।
মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, মুশফিকুর রহিমের সঙ্গে লিটন দাস আছেন তিন ফরম্যাটের কেন্দ্রীয় চুক্তিতে। বাকি ক্রিকেটাররা ফরম্যাট অনুসারে এই চুক্তিতে থাকবেন।

নিষিদ্ধ হওয়ার কারণে এই চুক্তিতে নাম নেই সাকিব আল হাসানের। আর ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা আগেই নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে।
এর আগে ১২ জানুয়ারি বার্ষিক বোর্ড সভায় ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নেয় বিসিবি। তিন ফরম্যাটে বাড়ানো হলেও টেস্টকে বেশি প্রাধান্য দিয়েছে বিসিবি। টি-২০'র জন্য প্রত্যেক ম্যাচে প্রতিটি খেলোয়াড় পাবেন ২ লাখ টাকা।
ওয়ানডেতে পাবেন ৩ লাখ টাকা করে। আর টেস্টের জন্য প্রতি ম্যাচে পাবেন ছয় লাখ টাকা। সাদা পোশাকের ক্ষেত্রে ৫০ শতাংশ ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল বোর্ড।
এই বিষয়ে বোর্ড নাজমুল হাসান বলেন, ‘আমরা ম্যাচ ফি বাড়িয়েছে। এরমধ্যে সবচেয়ে বেড়েছে টেস্টে। এরমধ্যে দুই লক্ষ টাকা, তিন লক্ষ পাবে ওয়ানডে আর টেস্টের জন্য করা হয়েছে ছয় লক্ষ টাকা । টেস্টে আমরা লক্ষণীয়ভাবে বাড়িয়েছি।’