promotional_ad

৩৩৪ রানের মূলমন্ত্র সিঙ্গেলস-ডাবলসঃ তামিম

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


সাম্প্রতিক সময়ে জাতীয় দলে বেশি ডট বল খেলা নিয়ে সমালোচিত তামিম ইকবাল। সব সমালোচনা উপেক্ষা করে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম লেগে দারুণ এক ট্রিপল সেঞ্চুরি তুলে নিয়েছেন দেশসেরা এই ওপেনার।


২২২ রানে তৃতীয় দিন শুরু করার পর ট্রিপল সেঞ্চুরি হাঁকানোর জন্য সিঙ্গেলস আর ডাবলসে বেশি নজর দিয়েছেন তিনি।



promotional_ad

পূর্বাঞ্চলের এই ব্যাটসম্যান মিডিয়াকে বলেন, 'দ্বিতীয় দিনের থেকে তুলনায় গেলে তৃতীয় দিনে একটু উনিশ-বিশ হচ্ছিলো উইকেটে। দ্বিতীয় দিনের উইকেট বেশ ভাল ছিল। তৃতীয় দিনে ওরকম বাউন্ডারিও পাচ্ছিলাম না। সেকারণে আমি সিঙ্গেলস, ডাবলসের দিকে নজর দিচ্ছিলাম।


টেস্ট ক্রিকেটে এই সুবিধা টা পাওয়া যায়- যখন আপনি ফিল্ডারকে পরাস্ত করেন তখন সিঙ্গেলস ডাবলস পাওয়া যায়। এটাই আমি চেষ্টা করছিলাম আর আমি সবসময় রান তোলায় মন দিয়েছিলাম। এটাই মূলমন্ত্র ছিল আরকি।'


ক্রমাগত সিঙ্গেলস-ডাবলসে ট্রিপল সেঞ্চুরি আদায়ের পর বাউন্ডারি হাঁকানোতেও নজর দেন তিনি। ওয়ালটন মধ্যাঞ্চলের বিপক্ষে ৪২৬ বলে খেলা তামিমের হার না মানা ৩৩৪ রানের ইনিংসে ছিল ৪২টি চার ও তিনটি ছয়ের মার।



তামিম আরও বলেন, 'আমার কাছে মনে হয় আমি খুব আশাবাদী ছিলাম। উইকেট খুব ভালো ছিল, উইকেট স্পিনিং ছিল না বা ভিন্ন কিছু আচরণ করছিল না। আমার কাছে মনে হয়েছে আমি বিষয়টা খুব সাধারণ রাখতে পেরেছি। ৩০০ রান করার পরেই আমি কিছু সুযোগ নিয়েছি।


পুরা ইনিংসেই আমার কাছে মনে হয়নি আমাকে বিশেষ কিছু করতে হবে। আমি ব্যাটিং করে গিয়েছি, ক্রিকেটিং শট খেলে গিয়েছি। আর সবসময় চেষ্টা করছিলাম- ছক্কা হাঁকানোর চেষ্টা না করে বাউন্ডারি অপশনের দিকে নজর দিতে।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball