মুস্তাফিজের ফিরে আসা খুব গুরুত্বপূর্ণঃ বাশার

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বেশ কিছুদিন ধরেই বল হাতে সেরা ফর্মে নেই মুস্তাফিজুর রহমান। টেস্টে ধারাবাহিক ভাবে ব্যর্থ হওয়ায় পাকিস্তান সফরের দল থেকে বাদ পড়েছেন এই বাঁহাতি পেসার। জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশারের বিশ্বাস দ্রুতই ফর্মে ফিরবেন মুস্তাফিজ।
বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) মধ্যাঞ্চলের হয়ে খেলছেন মুস্তাফিজ। এখানেও নিজের ফর্ম দেখাতে ব্যর্থ হয়েছেন তিনি। পূর্বাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে ২৫ ওভার বল করে ১০৬ রান দিয়ে উইকেট শূন্য মুস্তাফিজ। তারপরও মুস্তাফিজের উপর আস্থা রাখছেন বাশার।

তিনি বলেছেন, 'ফিজকে নিয়ে আমাদের কোনো সংশয় নেই। যেকোনো খেলোয়াড়দের ফর্ম উঠানামা করে। সম্প্রতি ওর ফর্মটা হয়তো আপ টু দ্য মার্ক নয়। ভালো ফর্মে নেই। আমি সবসময়ই বলি সে স্পেশাল বোলার। ওর বয়স কিন্তু বেশি নয়। ক্রিকেট খেলার জন্য অনেক সময় পড়ে আছে। হয়তো ফর্মটা এখন সঠিক নেই। একটু সময় দিলে হয়তো ফিরে আসবে। ওর ফিরে আসাটা বাংলাদেশ দলের জন্য খুব গুরুত্বপূর্ণ।'
ভুল শুধরানোর জন্য ্প্রথম শ্রেণির ক্রিকেটকেই সবচেয়ে উপযুক্ত জায়গা মনে করেন বাশার। তাঁর বিশ্বাস এই সুযোগটি কাজে লাগাবেন মুস্তাফিজ। মূলত ভবিষ্যতের কথা চিন্তা করেই মুস্তাফিজকে পাকিস্তান সফরে রাখা হয়নি বলে জানালেন জাতীয় দলের এই নির্বাচক।
এ প্রসঙ্গে বাশার বলেছেন, 'এ কারণেই ওকে আমরা সময় দিচ্ছি। ও একটুয় ইম্প্রুভ করুক। ফার্স্ট ক্লাস খেলা চলছে। আমার মনে হয় ফর্মে ফেরার জন্য্ কোনো সমস্যা থাকলে সেটা ঠিক করার জন্য এটা বেস্ট পসিবল জায়গা। আশা করছি এটা সে কাজে লাগাবে। ভবিষ্যতে ওকে আমাদের খুব গুরুত্বপূর্ণ।'