রকিবুলকে টপকে গেলেন তামিম

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) মধ্যাঞ্চলের বিপক্ষে ৪২৬ বলে ৩৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন তিনি।
এই বাঁহাতি ওপেনারের ইনিংসটি সাজানো ছিল ৪২টি চার এবং তিন ছক্কায়। তামিমের এই ইনিংসটি বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংসও। এই রেকর্ড গড়ার পথে তিনি পেছনে ফেলেছেন রকিবুল হাসানকে।

সেই ২০০৭ সালে জাতীয় লিগে বরিশালের হয়ে সিলেটের বিপক্ষে ফতুল্লায় অপরাজিত ৩১৩ রানের ইনিংস খেলেছিলেন রকিবুল। এরপর বাংলাদেশের অনেক ব্যাটসম্যানই ট্রিপল সেঞ্চুরির খুব কাছ থেকে ফিরেছেন। তবে রেকর্ডটি ভাঙতে পারেননি।
এবার সেটা ভেঙে দেখিয়েছেন তামিম। চলতি ম্যাচে তামিমের বিপক্ষেই খেলছেন রকিবুল। তামিম ট্রিপল সেঞ্চুরি স্পর্শ করার পর ছুটে গিয়ে অভিনন্দন জানিয়েছেন তিনি।
তামিম ৫৬০ মিনিটে ৪০৭ বল খেলে ট্রিপল সেঞ্চুরি ছুঁয়েছেন। রকিবুলের ট্রিপল সেঞ্চুরি ছুঁতে লেগেছিল ৬০০ বল ও ৬৪০ মিনিট। এ ছাড়াও আরো দুটি রেকর্ডে নাম লিখিয়েছেন তামিম।
তাঁর ব্যাট থেকে এসেছে প্রথম শ্রেণির ক্রিকেটে এক ইনিংসে বাংলাদেশের সবচেয়ে বেশি চার। পূর্বাঞ্চলের বিপক্ষে এই অপরাজিত ইনিংসে ৪২টি চার মেরেছেন তামিম। এর আগে এই রেকর্ডটি দখলে ছিল মোসাদ্দেক হোসেনের। জাতীয় লিগে ২৮২ রানের ইনিংসের পথে ৩৭টি চার মেরেছিলেন মোসাদ্দেক।
ওপেনার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে আগের সর্বোচ্চ ইনিংস ছিল লিটন দাসের। ২০১৮ সালে বিসিএলের ম্যাচেই মধ্যাঞ্চলের বিপক্ষে পূর্বাঞ্চলের হয়ে ২৭৪ রান করেছিলেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। এবার সেটি নিজের দখলে নিলেন তামিম।