promotional_ad

চোট নিয়েই অনুশীলনে মুশফিক

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি ডেস্ক  ||


হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সেরে না উঠলেও অনুশীলনে ফিরেছেন মুশফিকুর রহিম। রবিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে ৪০ মিনিট অনুশীলন করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। 


ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াডে নেই মুশফিক। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছিলেন, ইনজুরি থেকে সেরে উঠে এবং বিসিএল খেললে বিবেচনা করা হবে এই ডানহাতি ব্যাটসম্যানকে।



promotional_ad

যে কারণে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে ফিরতে নিজেকে প্রস্তুত করতে শুরু করেছেন এই উইকেট রক্ষক ব্যাটসম্যান। এই প্রসঙ্গে নান্নু বলেছিন, 'সে (মুশফিক) এরই মধ্যে ইনজুরিতে রয়েছে। তাঁর এখনও ইনজুরি থেকে সেরে ওঠা বাকি। সে যদি এর মধ্যে ইনজুরি থেকে সেরে উঠে এবং বিসিএলে খেলে তাহলে তাঁকে জিম্বাবুয়ে সিরিজের জন্য বিবেচনা করা হবে।'


পারিবারিক কারণে পাকিস্তান সফরের টি-টোয়েন্টি সিরিজে খেলতে যাননি মুশফিক। খেলবেন না টেস্ট সিরিজেও। মাঝে জিম্বাবুয়েরর বিপক্ষে সিরিজ আছে বাংলাদেশের। তাই চোট থেকে সেরে উঠলে জিম্বাবুয়ের বিপক্ষে দেখা যেতে পারে মুশফিককে।


বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিক। পুরনো সেই ইনজুরি আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে তাঁর। ফলে মাঠে ফেরা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন এই ডানহাতি ব্যাটসম্যান।



অনুশীলন থেকেও দূরে ছিলেন অনেকদিন। চলমান বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডেও খেলতে পারছেন না মুশফিক। যে কারণে অভিজ্ঞ এই ক্রিকেটারকে ছাড়াই মাঠে লড়াই করছে বিসিবি দক্ষিণাঞ্চল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball