বিশ্রামে নয়, মুস্তাফিজ বাদ

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
শনিবার (১ ফেব্রুয়ারি) পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট এবং জিম্বাবুয়ের বিপক্ষে এক টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে জায়গা হয়নি পেসার মুস্তাফিজুর রহমানের।
সর্বশেষ ভারত সফর থেকে মুস্তাফিজসহ ৬ জন ক্রিকেটার জায়গা হারিয়েছেন। ইনজুরির কারণে ছিটকে গেছেন ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত ও সাদমান ইসলাম।

চোটে ভুগছেন মুশফিকুর রহিমও। যদিও তিনি পাকিস্তান সফর থেকে আগেই নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। ইনজুরি সেরে উঠলে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে দেখা যেতে পারে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে।
চলতি বাংলাদেশ ক্রিকেট লিগে বল হাতে নির্বাচকদের সন্তুষ্টি অর্জন করতে পারেননি মুস্তাফিজ। প্রথম রাউন্ডের ম্যাচে মধ্যাঞ্চলের হয়ে পূর্বাঞ্চলের বিপক্ষে ১৯ ওভারে ৮৭ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন তিনি। এমন পারফরম্যান্সের কারণেই বাদ পড়েছেন এই পেসার।
এর আগে বেশ কয়েকবার তাকে সাদা পোষাকের ক্রিকেট থেকে বিশ্রাম দেয়া হলেও এবার তাঁর ক্ষেত্রে বাদ শব্দটি ব্যবহার করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
তিনি বলেছেন, ‘ওকে (মোস্তাফিজ) বাদ দেওয়া হয়েছে। পারফরম্যান্সের কারণে বাদ দেওয়া হয়েছে। দীর্ঘ সংস্করণের ক্রিকেটে ওর পারফরম্যান্স যথেষ্ট ভালো নয়। আমরা মনে করছি, অন্যরা এই জায়গায় তার চেয়ে ভালো অপশন।’
ইনজুরি আর বিশ্রামের সুবাদে গত বছর মার্চে নিউজিল্যান্ড সফর থেকেই টেস্ট খেলা হয়নি মুস্তাফিজের। এখন পর্যন্ত ১৩ টেস্টে ৩৫.১৭ গড়ে তার শিকার ২৮ উইকেট। শেষ দুই ম্যাচে তাঁর ঝুলিতে গেছে কেবল ৩টি উইকেট।