promotional_ad

মুমিনুলের চোখে তামিমের ইনিংসটি অসাধারণ

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) শনিবার (১ ফেব্রুয়ারি) প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ার সেরা ইনিংস খেলে অপরাজিত আছেন তামিম ইকবাল (২২২*)। সেঞ্চুরি পেয়েছেন মুমিনুল হকও (১১১)।


পূর্বাঞ্চলের এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের ব্যাটে পিষ্ট হয়েছে মধ্যাঞ্চলের বোলাররা। মুমিনুল এবং তামিম মিলে দ্বিতীয় উইকেট জুটিতে ২৯৬ রান যোগ করেছেন। দিন শেষে তামিমের ক্যারিয়ার সেরা এই ইনিংসকে অসাধারণ বলে মূল্যায়ন করছেন মুমিনুল।



promotional_ad

এ প্রসঙ্গে পূর্বাঞ্চলের অধিনায়ক মুমিনুল বলেছেন, 'যারা সামনে থেকে দেখেছে, আপনারা ছিলেন কিনা জানি না, কিন্তু আমি দেখেছি। আমি বলবো অসাধারণ।'


বিসিএলের প্রথম রাউন্ডের শুরু থেকেই শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের উইকেট কিছুটা স্লো। যদিও প্রথম দিন নিজেদের পরিকল্পনা মতো বল করে মধ্যাঞ্চলকে ২১৩ রানে থামিয়ে দিয়েছিল পূর্বাঞ্চল।


যদিও মুমিনুল মনে করেন তাদের বিপক্ষে পরিকল্পনা নিয়ে বল করতে পারেনি মধ্যাঞ্চলের বোলাররা। পূর্বাঞ্চলের অধিনায়কের ধারণা মধ্যাঞ্চলের একাদশে খুব বেশি টেস্ট বোলার নেই তাই তারা ভুগছে।



মুমিনুলের ভাষ্যমতে, 'কাল একটু স্লো ছিল। আজও একটু স্লো। কিন্তু একটু ভালো হতে পারে (কাল থেকে)। আমরা পরিকল্পনা অনুযায়ী বল করতে পেরেছি। আমাদের টেস্ট বোলার ছিল। ওদের দলে তো তেমন টেস্ট বোলার নেই। এই জিনিসটা হয়তো ওদের কমতি আছে। একটা নির্দিষ্ট পরিকল্পনা ধরে বল করতে পারেনি, যেটা আমরা করতে পেরেছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball