মুস্তাফিজকে ছাড়াই পাকিস্তান যাচ্ছে বাংলাদেশ

ছবি: ছবিঃ- বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
রাওয়ালপিন্ডি টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্কোয়াড থেকে বাদ পড়েছেন পেসার মুস্তাফিজুর রহমান।
মুস্তাফিজ ছাড়াও এই টেস্ট স্কোয়াডে নেই স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও মোসাদ্দেক হোসেন। শেষবারের ভারত সফরের দল থেকে বাদ পড়েছেন তরুণ ওপেনার সাদমান ইসলাম ও অভিজ্ঞ ওপেনার ইমরুল কায়েস। এই চারজনই ইনজুরির কারণে দলে নেই।

এছাড়া ব্যক্তিগত কারণে পাকিস্তান সফরে যাবেন না বলে আগেই বলেছেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। ইনজুরিতেও ভুগছেন তিনি।
টেস্ট দলে আবারও ফিরেছেন নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন ও সৌম্য সরকার। ব্যক্তিগত কারণে ভারত সফরে ছিলেন না তামিম ইকবাল, ফিরেছেন তিনিও।
ইসলামাবাদের উদ্দেশে বাংলাদেশ দল রওনা করবে ৪ ফেব্রুয়ারি। ৭ ফেব্রুয়ারি শুরু হবে রাওয়ালপিন্ডি টেস্ট। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে আগামি ৫ এপ্রিল, করাচিতে।
বাংলাদেশ স্কোয়াডঃ মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস (উইকেটরক্ষক), সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, আবু জায়েদ রাহি, আল আমিন হোসেন, রুবেল হোসেন ও সৌম্য সরকার।