বাংলাদেশ সিরিজে তাকিয়ে জিম্বাবুয়ে অধিনায়ক

ছবি: ছবিঃ- বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এই সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। একমাত্র টেস্ট ম্যাচটি খেলতে মুখিয়ে আছেন জিম্বাবুয়ে অধিনায়ক শন উইলিয়ামস।
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচটি ড্র করলেও প্রথম ম্যাচ হেরে যায় জিম্বাবুয়ে। এ কারণে দ্বিতীয় ম্যাচ ড্র করেও সিরিজ পরাজয় এড়াতে পারেনি তারা।

শ্রীলঙ্কার বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজ শেষে উইলিয়ামস বলেন, 'রাজা ভালো বোলিং করেছে। যদিও আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। আমরা এই সিরিজে স্পিন দারুণ খেলেছি। বাংলাদেশ সিরিজের জন্য মুখিয়ে আছি।'
আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকা পৌঁছাবে জিম্বাবুয়ে। এরপর ১৮-১৯ ফেব্রুয়ারি বিসিবি একাদশের বিপক্ষে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
২২ ফেব্রুয়ারি শুরু হবে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টেস্ট ম্যাচটি খেলার পর চট্টগ্রামে যাবে জিম্বাবুয়ে দল। সেখানে ১, ৩ ও ৬ মার্চ তিনটি দিবা রাত্রির ওয়ানডে খেলবে জিম্বাবুয়ে ও বাংলাদেশ।
এই তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এরপর টি-টোয়েন্টি সিরিজে অংশ নিতে আবারো ঢাকায় ফিরবে দল দুটি।
টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৯ মার্চ। শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ১১ মার্চ। ১২ মার্চ নিজ দেশে ফিরে যাবে জিম্বাবুয়ে।
বাংলাদেশ সফরে পাঁচটি টি-টোয়েন্টি ও একটি টেস্ট খেলার কথা ছিল জিম্বাবুয়ের। শেষ পর্যন্ত ওয়ানডে সিরিজও খেলবে তারা।