পাকিস্তানের টেস্ট দল ঘোষণা শনিবার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শনিবার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শুক্রবার একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে পাকিস্তানের ক্রিকেটের এই সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট দলে বেশ কয়েকটি চমক আসতে পারে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। দল নিয়ে বিস্তারিত আলোচনার জন্য সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন পাকিস্তানের প্রধান কোচ এবং প্রধান নির্বাচক মিসবাহ উল হক।

স্থানীয় সময় বেলা সোয়া ২টায় দল ঘোষণার কথা রয়েছে পিসিবির। নিরাপত্তার কারণে এবার তিন ধাপে পাকিস্তান সফর করছে বাংলাদেশ দল। প্রথম ধাপে তিনটি টি-টোয়েন্টি খেলেছে দুই দল।
দ্বিতীয় ধাপে একটি টেস্ট খেলতে আগামী ৭ ফেব্রুয়ারি পাকিস্তান যাবে বাংলাদেশ। এরপর এপ্রিলে একমাত্র ওয়ানডে এবং শেষ টেস্ট খেলতে তৃতীয় ধাপে পাকিস্তান যাবে বাংলাদেশ। মার্চে পাকিস্তান সুপার লিগে ব্যস্ত সময় কাটাবেন দেশটির ক্রিকেটাররা।
তাই এবার শুধু প্রথম টেস্টের দল ঘোষণা করা হবে কিনা সেটা জানায়নি পিসিবি। ৩ এপ্রিল একমাত্র ওয়ানডে খেলার পর ৫-৯ এপ্রিল সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ।