আগামী তিন টেস্টে মুমিনুলই থাকছেন অধিনায়ক

ছবি: ছবিঃ বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে আগামী ৭ ফেব্রুয়ারি পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ এবং জিম্বাবুয়ের বিপক্ষে এক টেস্টের জন্য রবিবার (২ ফেব্রুয়ারি) দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত বছরের শেষের দিকে ভারত সফরে বাংলাদেশকে টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন মুমিনুল হক। আগামী তিন টেস্টে তাঁর উপরই ভরসা রাখছে বিসিবি। সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

তিনি বলেছেন, ‘আগের দুটো টেস্টের মতো আগামী তিন টেস্টেও মুমিনুলের হাতে অধিনায়কের দায়িত্ব থাকবে। আমরা ওর উপরই ভরসা রাখছি। আগামী রবিবার দল ঘোষণা হবে। যেহেতু পর পর তিনটি টেস্ট, এই কারণে আমরা তিন ম্যাচের জন্য ১৪ জনের দল দেবো।’
পাকিস্তানে একটি টেস্ট খেলে এসেই জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট খেলতে হবে মুমিনুলদের। এরপর এপ্রিলে আবার পাকিস্তানের বিপক্ষে একটি টেস্ট এবং একটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। এখানে খেলা বাংলাদেশের জন্য কঠিন হবে বলেই মনে করেন জাতীয় দলের এই নির্বাচক।
নান্নু বলেছেন, ‘ওখানকার কন্ডিশন কঠিন। আর পাকিস্তান দলে বেশ কিছু ভালো পেসার আছে। আমাদের কঠিন সংগ্রামেই পড়তে হবে। আমাদের হাতে যে সমস্ত খেলোয়াড় ছিল, তাদের মধ্য থেকে সেরা দলই গঠন করার চেষ্টা করেছি।’