বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করতে চান আবিদ

ছবি: ছবিঃ- পিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
রাওয়ালপিন্ডিতে ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় পাকিস্তান-বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্টে সেঞ্চুরি হাঁকাতে চান আবিদ আলী। এই টেস্টে সেঞ্চুরি করলে ভারতের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের রেকর্ডে ভাগ বসাতে পারবেন পাকিস্তানের এই তরুণ ওপেনার।
ক্যারিয়ারের প্রথম তিন টেস্টে সেঞ্চুরি করে দারুণ একটি রেকর্ডের অধিকারী আজহারউদ্দিন। নিজের প্রথম দুই টেস্ট ম্যাচে সেঞ্চুরি হাঁকানো আবিদের সামনে সুযোগ এসেছে আজহারউদ্দিনের রেকর্ডকে স্পর্শ করার।

আবিদ বলেন, 'বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে নেয়ার দারুণ একটি সুযোগ এসেছে আমার সামনে। তাহলে কিংবদন্তি ভারতীয় ব্যাটসম্যান আজহারউদ্দিনের রেকর্ডটি আমি স্পর্শ করতে পারব।
প্রথম দুই ম্যাচে সেঞ্চুরি হাঁকানোর পর বাংলাদেশ সিরিজে আমি পাকিস্তানের জয়ে অবদান রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী। আমি যখনই সুযোগ পাব, তখনই ভালো করার চেষ্টা করব।'
ক্যারিয়ারের প্রথম তিন টেস্ট ম্যাচে আজহারউদ্দিনের সেঞ্চুরির ইনিংসগুলো ছিল ১১০, ১০৫ ও ১২২ রানের। তিনটি সেঞ্চুরিই ভারতের মাটিতে করেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হওয়া আবিদের টানা দুই টেস্ট ম্যাচে করা সেঞ্চুরির ইনিংসগুলো হলো ১০৯ ও ১৭৪ রানের। দুটি সেঞ্চুরিই তিনি করেন পাকিস্তানের মাটিতে। প্রথমটি রাওয়ালপিন্ডিতে, অপরটি করাচিতে।