ফিল্ডিংয়ে বাড়তি নজর মুমিনুলের

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
যেকোনো ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশের বড় দুশ্চিন্তার নাম ফিল্ডিং। সাদা পোশাকে ফিল্ডিং দুর্বলতা যেন আরো বেশি দেখা যায় বাংলাদেশের। আগামী মাসের শুরুতে পাকিস্তানে প্রথম টেস্ট ম্যাচ খেলতে যাবে বাংলাদেশ। পাকিস্তানে যাওয়ার আগে আগামীকাল শুরু হওয়া বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) খেলবে ক্রিকেটাররা। বিসিএলে ফিল্ডিং অনুশীলন সেরা নেয়া যাবে বলে স্বস্তি পাচ্ছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
শেষবারের ভারত সফরে ফিল্ডিংয়ে খুব খারাপ করেছে বাংলাদেশ। টেস্ট সিরিজে বাংলাদেশের ফিল্ডাররা বেশ কয়েকটি ক্যাচ লুফে নিতে ব্যর্থ হয়েছে। এ কারণে বাড়তি সতর্ক মুমিনুল। পাকিস্তানে টেস্ট খেলতে যাওয়ার আগে বিসিএলের মতো টুর্নামেন্টকে কাজে লাগানোর পরামর্শ দিলেন সতীর্থদের।

বৃহস্পতিবার মুমিনুল বলেন, 'আপনি সারা বছর অনুশীলন করলেন, কিন্তু ম্যাচ না খেললে কোনো লাভ নেই। অনুশীলন করার চাইতে যদি ম্যাচ খেলেন সেটা অনেক কাজে দেয়। আলাদাভাবে বলতে গেলে ফিল্ডিং অনেক কাজে দেয়।
এমনই আপনি যদি সারাদিন ফিল্ডিং করেন, নব্বই ওভার যদি আপনি ফিল্ডিং করতে পারেন এই জায়গায়, আপনার শরীরকে মানিয়ে নেয়ার একটা ব্যাপার থাকে। তো এটা অনেক কাজে দেয়।'
শুধু ফিল্ডিং নয়, ব্যাটিং কিংবা বোলিংয়েও বিসিএলের প্রথম লেগের ম্যাচ অনেক কাজে দেবে ক্রিকেটারদের। এতে করে পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে ভালো খেলার আত্মবিশ্বাস পাবে বাংলাদেশ, মনে করেন মুমিনুল।
তিনি আরও বলেন, 'ব্যাটিংয়েও কাজে দেয়। যদি আপনি বড় ইনিংস খেলতে পারেন। আর যারা বোলার, তারা দুই স্পেলে বোলিং করতে পারবে বা নতুন বলে বোলিং করতে পারে। কেউ আবার পুরনো বলে বোলিং করবে। টেস্টে এটাও কাজে দেবে আমার কাছে মনে হয়।'