এই বাংলাদেশকে চিনতে খুব কষ্ট হয়েছে পাপনের
ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
পাকিস্তানের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে হতাশাজনক পারফর্ম করেছে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং তিন বিভাগেই নিজেদের সেরাটা দিতে পারেনি মাহমুদউল্লাহবাহিনী। শেষ ম্যাচটি বৃষ্টিতে বাতিল হওয়ার ২-০ ব্যবধানে হেরে দেশে ফিরেছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধানের দাবি, লড়াইয়ের ছিটে-ফোটা পর্যন্ত দেখেননি তিনি বাংলাদেশের খেলায়।
প্রথম ১০ ওভারে ভালো শুরুর পর শেষ ১০ ওভারে সেটাকে কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। আবার শুরুর দিকে রানের চাকা ঠিক রেখে শেষে গিয়ে রানের গতি বাড়াতে ব্যর্থ ছিলেন ব্যাটসম্যানরা। টি-টোয়েন্টি দলের ব্যাটিং অর্ডার নিয়েও প্রশ্ন তুলেছেন বোর্ড সভাপতি। মাঠে বসে এই বাংলাদেশকে চিনতে কষ্ট হয়েছে নাজমুল হাসানের। পাকিস্তান থেকে ফিরে আসার পর বেক্সিমকোতে নিজ কার্যালয়ে মিডিয়ার মুখোমুখি হন বিসিবি সভাপতি।

পাপন বলেন, 'এই বাংলাদেশ দলকে চিনতে খুব কষ্ট হয়েছে। এ আবার কোন বাংলাদেশ? লড়াইয়ের ছিটে-ফোটা পর্যন্ত দেখেননি তিনি বাংলাদেশ দলের খেলায়। তিনি বলেন, ‘হেরে গেলেও আমরা যেমন খেলি, এই সিরিজে তার কিছুই দেখা যায়নি।'
'নিজেদের মত করে খেলতেই পারিনি। এমন পরিস্থিতি আমার চোখেই পড়েনি যে, বিনা উইকেটে ৯৬ থেকে আমরা ১৩০-১৪০ এ আটকে গেছি। ১২-১৩ ওভারের পরে গিয়েও আমরা রানের গতি বাড়াতে পারিনি। ১৩০-১৪০ এ গিয়ে থেমে গেছি।’ আরও যোগ করেন পাপন।
পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ নিয়ে অনেকগুলো বিষয় উত্থাপন করেন বিসিবি সভাপতি। তিনি আরও বলেন, ‘এই সিরিজে অনেকগুলো উপলব্ধি হয়েছে আমার। প্রথম উপলব্ধি হলো, ১৩০-১৪০ এমনকি ১৫০ রান করেও আজকাল টি-টোয়েন্টিতে জেতা যায় না; কিন্তু পাকিস্তানে দুটি টি-টোয়েন্টি ম্যাচে আমরা তার চেয়েও কম রান করেছি।'
'আমার মনে হয়, আমরা উইকেট চিনতে গিয়ে কিংবা উইকেটের আচরণ বুঝতে গিয়েও ভুল করেছি। আমরা প্রথম ম্যাচ ভেবেছি ব্যাটিং সহায়ক উইকেট। কিন্তু পরে দেখা গেছে সে উইকেট স্লো। পরের ম্যাচে ব্যাটিং উইকেট ভেবে আগে ব্যাটিং নিয়ে দেখি উইকেট আদর্শ টি-টোয়েন্টির না।’